Home ঘুরে আসি Travel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকে | Travel: বেড়িয়ে আসুন ভ্যালি অব ফ্লাওয়ার্স থেকে কেবল মাত্র বর্ষাতেই এখানে যাওয়ার সুযোগ মেলে

Travel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকে | Travel: বেড়িয়ে আসুন ভ্যালি অব ফ্লাওয়ার্স থেকে কেবল মাত্র বর্ষাতেই এখানে যাওয়ার সুযোগ মেলে

Travel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকে | Travel: বেড়িয়ে আসুন ভ্যালি অব ফ্লাওয়ার্স থেকে কেবল মাত্র বর্ষাতেই এখানে যাওয়ার সুযোগ মেলে

[ad_1]

ভ্যালি অব ফ্লাওয়ার্স

ভ্যালি অব ফ্লাওয়ার্স

বর্ষায় কোথাও বেড়াতে যাওয়া যায় না বলে যাঁরা মন খারাপ করেন। তাঁদের জন্য অপেক্ষা করছে ভ্যালি অব ফ্লাওয়ার্স। কেবল মাত্র বর্ষাতেই এখানে আসা যায়। বছরের অন্যান্য সময় ভ্যালি অব ফ্লাওয়ার্সে আসা যায় না। একদিকে বর্ষায় যেমন দুর্যোগপূর্ণ থাকে উত্তরাখণ্ড। তেমনই সুগম হয়ে ওঠে এই ভ্যালি অব ফ্লাওয়ার্স। অসম্ভব সুন্দর ফুলে ভরে ওঠে এই উপত্যকা।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ

ইতিমধ্যেই সৌন্দর্যের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে এই ভ্যালি অব ফ্লাওয়ার্স। উত্তরাখণ্ডের চামোলি জেলায় রেয়েছে এই জায়গাটি। প্রায় ৮৭ স্কোয়ার কিলোমিটার এলাকা জু়ড়ে ছড়িয়ে রয়েছে এটি। এই জায়গাটির সঙ্গেও জড়িয়ে রয়েছে ব্রিটিশদের ইতিহাস। ১৯৩১ সালে ব্রিটিশ পর্বোতারোহীরা প্রথম এই জায়গাটির সন্ধান পেয়েছিলেন। ফ্রাঙ্ক এস স্মিথ নামে এক ব্রিটিশ পর্বোতারোহী তাঁর একটি টিম নিয়ে যাচ্ছিলেন। পথ হারিয়ে তাঁরা এই ভ্যালি অব ফ্লাওয়ার্সে চলে এসেছিলেন।

এখানে আসার সেরা সময়

এখানে আসার সেরা সময়

বর্ষাকালই এখানে আসার সেরা সময়। মেঘলা আকাশে আর রং বেরঙের ফুলে ভরে থাকা উপত্যকা। যেন স্বর্গ রাজ্য। প্রায় ৬০০ রকমের ফুল দেখা যায় এই উপত্যকায় এই সময়। তারমধ্যে অর্কিড, গ্যাঁদা ফুল থেকে শুরু করে লিলি, ডেইসি, কতরকমের সব নাম না জানা ফুলের বাহার। জুন মাস থেকে এখানে যাওয়া যায়। একেবারে ফুলের সাম্রাজ্য বললে ভুল হবে না। জুন মাসের শেষ থেকে গোটা জুলাই মাস। অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ফুলের স্বর্গরাজ্য ঘোরার সেরা সময়।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

ফুলের এই স্বর্গরাজ্যে যেতে হলে বেশ কিছুটা পথ ট্রেক করে যেতে হয়। গাইড পাওয়া যায় এই সময়। সেই ট্রেকিং খুব বেশি নয়। তবে ট্রেকিংয়ের ক্লান্তি ভুলিয়ে দেবে পথের সৌন্দর্য। একদিনে ট্রেক করেই আবার ফিরে আসা যায়। ট্রেকিংয়ের পথে অসংখ্য প্রজাপতি, কাঠবিড়ালি থেকে শুরু করে কৃষ্ণসার হরিণ। একাধিক পশুপাখি দেখার সুযোগও মিলবে। এমনকী এখানে স্নো লেপার্ডও দেখা যায়।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here