Home ঘুরে আসি Travel: বর্ষায় বন্ধ জঙ্গল, ডুয়ার্সে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে | Travel: বর্ষার বৃষ্টি গায়ে মেখে বেড়িয়ে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে

Travel: বর্ষায় বন্ধ জঙ্গল, ডুয়ার্সে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে | Travel: বর্ষার বৃষ্টি গায়ে মেখে বেড়িয়ে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে

Travel: বর্ষায় বন্ধ জঙ্গল, ডুয়ার্সে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে | Travel: বর্ষার বৃষ্টি গায়ে মেখে বেড়িয়ে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে

[ad_1]

বিন্দু

বিন্দু

নামটা যেমন অদ্ভুত জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর। ভারত-ভুটান সীমান্তে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু। জলঢাকা নদীর পাড়ে এই ছোট্ট গ্রামটিকে প্যারাডাইস বললে ভুল হবে না। নির্ভেজাল পরিশুদ্ধ বাতাস ভরা একটি ছোট্ট গ্রাম বিন্দু। পাথুরে পথ বেয়ে বয়ে চলেেছ জলঢাকা নদী। বর্ষায় বাড়ে জল। তখন তার গর্জন শোনার মতো। প্রকৃতি এখানে তার সৌন্দর্যের ডালি উপুর করে দিয়েছে।

অফবিট ডুয়ার্স

অফবিট ডুয়ার্স

ডুয়ার্স মানেই আমরা জানি কেবল জঙ্গল। গরুমারা, চিলাপাতা, জলদাপাড়া। জঙ্গলে জঙ্গেলে বেড়িয়ে বেডা়নো মানেই ডুয়ার্স। কিন্তু এখানে যে জঙ্গল ছাড়াও আরও অনেক কিছু রয়েছে দেখার সেটা অনেকেই জানে না। যেমন রকি আইল্যান্ড। বিন্দু। ভারত-ভুটান সীমান্তের শেষ গ্রাম বিন্দু। সে হিসেবে দেখতে গেেল ভারতেরও শেষ গ্রাম বিন্দু। যদিও ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা পরম বন্ধুত্বের। সেকারণে এক পারমিেটই ভুটানে প্রবেশ করা যায়।

Travel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকেTravel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকে

অসম্ভ সুন্দর প্রকৃতি

অসম্ভ সুন্দর প্রকৃতি

বিন্দুকে অনেকেই হ্যামলেট অব বেঙ্গল বলে থাকেন। এখানে অসংখ্য নাম না জানা সব পাখিদের আনাগোনা সারাবছরই লেগে থাকে। পাখি প্রেমী যাঁরা তাঁদের কাছে এটা প্যারাডাইস বললে ভুল হবে না। শিলিগুড়ি থেকে ১০৭ কিলোমিটার দূরে বিন্দু। কাজেই সেখানে যেতে গেলে শিলিগুড়ি স্টেশনে না নেমে মাল মা নিউ মাল স্টেশনে নামা ভাল। সেখান থেকে গাড়িতে পৌঁছে যাওয়া যায় বিন্দু।

Travel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন নাTravel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন না

ভুটানের পিকচার ভিউ

ভুটানের পিকচার ভিউ

বিন্দু থেকে ভুটানের বেশ কিছুটা অংশ দেখা যায়। বিন্দুর কাছেই রয়েছে প্যারেন। সেই গ্রামও অসম্ভব সুন্দর। প্যারেনকে নর্থ বেঙ্গলের সুইৎজারল্যান্ড বলা হয়। এই সময় সেখানে গেলে বিন্দু জলাধার দেখার সুযোগ পাবেন। বর্ষায় আরও সুন্দর হয়ে ওঠে সেটি। কােছই রয়েছে ঝালং। যাঁরা ট্রেকিং করতে ভালবাসেন বা একটু অ্যাডভেঞ্চারে বিশ্বাসী তাঁদের জন্য এই বর্ষায় সেরা ঠিকানা বিন্দু।

Travel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিনTravel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিন

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here