Home ঘুরে আসি Travel: বর্ষার ঝিরঝিরে বৃষ্টি আর নির্জন দ্বীপ, কলকাতার কাছেই রয়েছে এমন জায়গা, জেনে নিন কোথায় | Travel: কলকাতার কাছেই সাসোলি দ্বীপের নির্জনতায় কাটিয়ে আসুন সপ্তাহান্তের ছুটি

Travel: বর্ষার ঝিরঝিরে বৃষ্টি আর নির্জন দ্বীপ, কলকাতার কাছেই রয়েছে এমন জায়গা, জেনে নিন কোথায় | Travel: কলকাতার কাছেই সাসোলি দ্বীপের নির্জনতায় কাটিয়ে আসুন সপ্তাহান্তের ছুটি

Travel: বর্ষার ঝিরঝিরে বৃষ্টি আর নির্জন দ্বীপ, কলকাতার কাছেই রয়েছে এমন জায়গা, জেনে নিন কোথায় | Travel: কলকাতার কাছেই সাসোলি দ্বীপের নির্জনতায় কাটিয়ে আসুন সপ্তাহান্তের ছুটি

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

বর্ষায় প্রিয়জনকে নিয়ে কাছে পিঠে কোথাও সপ্তাহান্তের ছুটি কাটাতে চাইছেন? দিঘা-মন্দারমনি তো ভিঁড়ে ঠাসা। বেড়িয়ে আসুন শহররে কাছেই এক নির্জন দ্বীপ থেকে। পূর্বমেদিনীপুরের হলদিয়ায় সেই দ্বীপের নাম এখনও অনেকেই জানেন। সাসোলি দ্বীপ। এককথায় ভার্জিন আইল্যান্ড বললে ভুল হবে না।

সপ্তাহান্তের ছুটিতে নির্জনতা
সারা সপ্তাহ অফিসের কাছ। ছুটো ছুটি, হুড়ো হুড়ি। মিটিং, টার্গেট। টেনশনের অন্ত নেই। বাড়িতে ফিরেও দুচোখের পাতা এক করা যায় না কাজের চিন্তায়। তাই সপ্তাহান্তের ছুটিটা বাড়িতে থাকতে মন চায় না। ঘরের কাছেই কোথাও যদি একদিনের জন্য ঘুরে আসা যায়। তাহলে পরের সপ্তাহে কাজের উদ্যোম আরো বেশি করে পাওয়া যায়। সেকারণে সপ্তাহের শেষের ছুটিটা একটু কাছে পিঠে বেড়িয়ে আসলতে মন চায়।

 Sasoli Island

ছবি সৌ:ফেসবুক

জেনে নিন কলকাতার কাছাকাছি বনভোজনের জন্য কোথায় কোথায় রয়েছে আদর্শ জায়গা জেনে নিন কলকাতার কাছাকাছি বনভোজনের জন্য কোথায় কোথায় রয়েছে আদর্শ জায়গা

দিঘা-মন্দারমনি ভিড়ে ঠাসা
এই সময়ে দিঘা মন্দারমনি যাওয়া মানেই সেই ঘুরে ফিরে কলকাতায় আসে। এতোটাই ভিড় সেখানে যে হোটেল থেকে গেস্ট হাউস কোথাও ফাঁকা নেই। সমুদ্রে পাড়ে দুদণ্ড যে নিরিবিলিতে দিন কাটাবেন তার উপায় নেই। সেখানেও গা ঘেঁসাঘেঁসি করে বসে রয়েছেন লোকজন। এতোটাই ভিড় সেখানে যে শান্তিকে দুদণ্ড বসা যায় না। এমন কঠিন পরিস্থিতি।

Travel: ভুট্টার রুটি আর কাশ্মীরি পায়েস, খাবারের লোভেই পর্যটকরা ভিড় করছেন ভূস্বর্গের এই জায়গায়Travel: ভুট্টার রুটি আর কাশ্মীরি পায়েস, খাবারের লোভেই পর্যটকরা ভিড় করছেন ভূস্বর্গের এই জায়গায়

কলকাতার কাছেই নির্জন দ্বীপ
কাজেই নিরিবিলিকে সপ্তাহের শেষের কটা দিন কাটাতে চাইল চলে আসুন সাসোলি দ্বীপে। একেবারে নির্জন নিরিবিলি একটা জায়গা। কলকাতা থেকে বেশি দূরেও নয়। হলদিয়ার কাছেই গড়ে উঠেছে দ্বীপটি। কাজেই যাতায়াতেও খুব একটা ঝক্কি নেই। সেখানে থাকার জায়গাও রয়েছে। খুব বেশি মানুষের ভিড় নেই এখানে। এখানে পৌঁছতে গেলে নৌকায় যেতে হবে।

 Sasoli Island

ছবি সৌ:ফেসবুক

Travel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকেTravel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকে

নির্জন দ্বীপ
এখানে ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়। এখানে কোনও লোক বাস করেন না। মাঝে মাঝে পর্যটকরা আসেন ক্যাম্প করতে। এখানে মাছ ধরে গরম গরম মাছ ভাজার স্বাদ নিতে পারেন হলদিয়ার একেবারে কাছে নদীর মোহনার কাছে জেগে ওঠা এই চড়ে সকালে গিয়ে বিকেলের ফিরেও আসা যায়। সারাটা দিন সেখানে কাটিয়ে বেড়িয়ে আসুন। যাঁরা অ্যাডভেঞ্জার প্রেমী তাঁরা টেন্ট খাটিয়ে থাকতেও পারেন।

English summary

Visit Sasoli Island for weekend trip

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here