Home ঘুরে আসি Travel: বিশ্বের গভীরতম হোটেল জানেন কোথায় আছে, এখন দর্শনার্থীদের জন্য দুয়ার খোলা | পর্যটন মানচিত্রে স্থান পাওয়া বিশ্বের গভীরতম হোটেলে ঘুরে আসতে চাইলে পাড়ি দিতে পারেন ১৩৭৫ ফুট গভীর খনিতে

Travel: বিশ্বের গভীরতম হোটেল জানেন কোথায় আছে, এখন দর্শনার্থীদের জন্য দুয়ার খোলা | পর্যটন মানচিত্রে স্থান পাওয়া বিশ্বের গভীরতম হোটেলে ঘুরে আসতে চাইলে পাড়ি দিতে পারেন ১৩৭৫ ফুট গভীর খনিতে

Travel: বিশ্বের গভীরতম হোটেল জানেন কোথায় আছে, এখন দর্শনার্থীদের জন্য দুয়ার খোলা | পর্যটন মানচিত্রে স্থান পাওয়া বিশ্বের গভীরতম হোটেলে ঘুরে আসতে চাইলে পাড়ি দিতে পারেন ১৩৭৫ ফুট গভীর খনিতে

[ad_1]

Travel

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

ইচ্ছে করলেই ঘুরে আসতে পারেন বিশ্বের গভীরতম হোটেলে। আপনার জন্য দুয়ার খুলে দিয়েছে ১৩৭৫ ফুট গভীরে অবস্থিত এই হোটেল। পর্যটন মানচিত্রে জায়গা করে নেওয়া এই নতুন হোটেল আপনাকে ভিক্টোরিয়ান খনির নীচে ঘুমানোর সুযোগ করে দিয়েছে।

এককথায় বলা যায় পৃথিবীর গভীরতম ভূগর্ভস্থ বেডরুমে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় অমোঘ সুযোগ করে দিয়েছে এই হোটেলটি। হোটেলটি ওয়েলসের স্নোডোনিয়া পাহাড়ের ১৩৭৫ ফুট নীচে খোলা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘ডিপ স্লিপ’, যার অর্থ গভীর ঘুম।

image of hotel

প্রতীকী ছবি

Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকেTravel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

এই হোটেলে রয়েছে টুইন বেড কেবিন, একটি ডাবল বেড এবং ডাইনিং। আর আছে একটি রামান্টিক গ্রোটো রুম। রয়েছে আরো অনেক কিছু। হোটেলটি নিজেকে একটি ‘রিমোট-ক্যাম্প অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স’ হিসেবে বর্ণনা করে। সপ্তাহে মাত্র এক রাত খোলা থাকে। সেটি হল শনিবারের রাত।

অতিথিরা শনিবার সন্ধ্যায় এই হোটেলে যেতে পারেন। সে জন্য আপনাকে শনিবার সন্ধ্যা ৫টায় ব্লেনাউ ফেস্টিনিওগ শহরে পৌঁছতে হবে। সেখান থেকে গাইড আপনাদের হোটেলে পৌঁছাতে সহায়তা করবে। আর হোটোলে পৌঁছতে হলে অতিথিদের পাহাড়ে প্রায় ৪৫ মিনিটের জন্য ট্র্যাক করতে হবে।

Durga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেলDurga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেল

আসলে এমন একটি জায়গায় এই হোটেলটি অবস্থিত, তা অনেকটাই খাঁড়া। তবে প্রাকৃতিক দৃশ্য অনিন্দ্য সুন্দর। আপনাকে তা আকর্ষণ করবেই। এই যাত্রার পর ৪৫ মিনিট পর থামতে হবে কটেজে। সেখানে একটি লাইট, হেলমেট, ওয়েলিংটন বুট ও একটি বর্ম পরে নিতে হবে।

image of hotel

প্রতীকী ছবি

Travel: বর্ষায় উথলে ওঠা নদী, সবুজ ঘাসের গালিচা পাতা বেনাপুর চরে কাটিয়ে আসুন কয়েক ঘণ্টাTravel: বর্ষায় উথলে ওঠা নদী, সবুজ ঘাসের গালিচা পাতা বেনাপুর চরে কাটিয়ে আসুন কয়েক ঘণ্টা

এরপরে বিদায় জানানোর পালা বহির্বিশ্বকে। বিশ্বের বৃহত্তম এবং গভীরতম পরিত্যক্ত স্লেট খনির গভীরে প্রবেশ করার পালা এবার। খনির মধ্য দিয়ে একটি বন্ধুর পথ পাড়ি দিতে হবে। এই পথে আপনাকে একটি ক্ষয়প্রাপ্ত সেতু ও প্রাচীন খনির সিঁড়ি দিয়ে যেতে হবে। ওই সেতু ১৮১০ সালে থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চালু ছিল।

আর এই পথে এগিয়ে চলার সময়ে খনিতে কাজ করা কর্মীদের জীবন সম্পর্কে গাইড আপনাকে সমস্ত ঐতিহাসিক তথ্য প্রদান করবে। এই হোটেলে নামতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। তারপর একটি বড় ইস্পাত দরজা দেখতে পাবেন। সেখানেই ভ্রমণের সমাপ্তি।

এটাই সেই ডিপ স্লিপ বা গভীর ঘুমের ঘর। আর তার প্রবেশদ্বার হল ওই ইস্পাতের দরজাটি। সেখানে সিঙ্গেল বেড-সহ অসংখ্য ছোটো ছোটো কেবিন এবং অন্যান্য বিভিন্ন সুবিধা পাবেন। এরপর আপনি ‘গভীর ঘুমে’র অন্দরে আপনার রুমে প্রবেশ করে বিশ্রাম নিতে পারবেন।

English summary

Travel: World’s deepest hotel now opened for tourists that is situated down of Victorian mine

Story first published: Wednesday, July 5, 2023, 18:29 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here