Home ঘুরে আসি Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে | Travel: সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে | Travel: সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে | Travel: সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

বর্ষায় দূরে কোথাও যেতে চাইছেন না। কলকাতা শহরের কাছেই ছড়িেয় ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। সপ্তাহান্তের একদিনের ছুটিতে অনায়াসে বেড়িয়ে আসা যায় সেখান থেকে। কলকাতার কাছেই এমনই একটি অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হল কোটরাখালি।

বর্ষায় বেড়াতে সমস্যা
বর্ষা মানেই বৃষ্টি-জল-কাদা। অনেক জায়গায় আবার জল জমে যায়। গাড়ি নিয়েও বেরোনো বিপদ। সেকারণে অনেকেই বর্ষায় দূরে কোথাও যেতে চান না। সেকারণে বর্ষাতে বাড়িতেই থাকতে চান অনেকে। কাছে পিঠে কোথাো এই সময় বেড়াতে যেতে চান তাঁরা। কলকাতার কাছাকাছি রয়েছে একাধিক জায়গা। এমনই একটি জায়গা দক্ষিণ ২৪ পরগনার কোটরাখালি।

kotrakhali

ছবি সৌ:ফেসবুক

জানেন ভারতের কোথায় রয়েছে ব্ল্যাক ম্যাজিক ভিলেজ? কলকাতার কাছেই রয়েছে সেই গ্রামজানেন ভারতের কোথায় রয়েছে ব্ল্যাক ম্যাজিক ভিলেজ? কলকাতার কাছেই রয়েছে সেই গ্রাম

কোটরাখালি
শহরের যান্ত্রিক জীবন থেকে একটু দূরে কিছুটা সময় কাটাতে হলে ঘরের কাছেই অপেক্ষা করছে কোটরা খালি। দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট একটা গ্রাম কোটরা খালি। হানা নদীর পাড়ে এই জায়গাটা একেবারে অনন্য সুন্দর। বাসন্তী হাইওয়ের উপর দিয়ে আসতে হয় এখানে। প্রকৃতি এখানে সব সৌন্দর্য উজার করে দিয়েছে। গ্রামের পরিবেেশ কয়েকটা দিন কাটিয়ে যেতে মন্দ লাগবে না।

kotrakhali

ছবি সৌ:ফেসবুক

Travel: উত্তরবঙ্গের বালি কোথায় আছে জানেন? বেড়িয়ে আসুন সেই অফবিট লোকেশনেTravel: উত্তরবঙ্গের বালি কোথায় আছে জানেন? বেড়িয়ে আসুন সেই অফবিট লোকেশনে

মাছ ধরা, সবজির খেতে ঘুরে বেড়ানো
এখানে থাকার জায়গা একটা কোটরাখালি রিভারসাইড। খুব বেশি লোকের থাকার জায়গা নেই। গ্রামের লোকেরা এই জায়গাটিকে কাছারি বাড়ি বলেই জানেন। গোটা জায়গাটি অসাধারণ সুন্দর। এখানে বড় বড় দুটি পুকুর রয়েছে। সেখানে মাছ ধরার মাচা করা আছে। বাগান বাড়ির মধ্যে ফুলের বাগান। সবজির চাষ দেখলে মন ভরে যাবে।

kotrakhali

ছবি সৌ:ফেসবুক

Travel: জানেন ভারতের কোথায় বিষ্ণুর কূর্ম অবতারের পুজো হয়, বেড়িয়ে আসুন পাহাড়-জঙ্গলে-ঝরনায় ঘেরা সেই জায়গায়Travel: জানেন ভারতের কোথায় বিষ্ণুর কূর্ম অবতারের পুজো হয়, বেড়িয়ে আসুন পাহাড়-জঙ্গলে-ঝরনায় ঘেরা সেই জায়গায়

নদীতে নৌকা বিহার
এখানে আগে থেকে বলা থাকলে নৌকা বিহারের ব্যবস্থাও করা থাকে। অনেক গুলি মাছের ভেরি রয়েছে। কাজেই মাছের কমতি নেই। বর্ষা কালে গরম গরম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়। শীতকালে বিদেশি পাখিরাও হাজির হয় েখানেষ। অসাধারণ সুন্দর একটা জায়গা। বর্ষার ঝিরঝিরে বষ্টিতে গ্রামের বাড়িতে থাকার একটা আলাদা মজাই পাওয়া যাবে এখানে।

English summary

Offbeat tourist spot near Kolkata

Story first published: Tuesday, July 4, 2023, 20:37 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here