Home খেলাধুলো U19 Indian Womens Cricket: ”মনে রাখার মত দিন’, শেফালিদের দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের

U19 Indian Womens Cricket: ”মনে রাখার মত দিন’, শেফালিদের দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের

U19 Indian Womens Cricket: ”মনে রাখার মত দিন’, শেফালিদের দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের

মুম্বই: হমারি ছোরিয়া ছোরো সে কম হ্যায় কে?… গতকালের পর থেকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দঙ্গল ছবির এই সংলাপটি বারবার দেখা যাচ্ছে। যার মূলে অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মত অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আর সেখানেই ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়। শেফালি ভার্মার নেতৃত্ব বিশ্বচ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এবার রাহুল দ্রাবিড়ের দরাজ সার্টিফিকেট পেয়ে গেলেন ভারতের মেয়েরা। 

বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে দ্রাবিড় শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ”দিনটি মনে রাখার মত একটা দিন। আমি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেনকে কিছু বলতে বলব।” সেই সময় ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও ছিলেন দ্রাবিড়ের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন পৃথ্বী শ। ২০১৮ সালে যার নেতৃত্বে অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। সেই দলের কোচ ছিলেন দ্রাবিড়। 

ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ডর অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্য়াট করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শেফালি ব্রিগেড। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি ভার্মা। নিজের জন্মদিনের গিফট হিসেবে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ করলেন তিনি। এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয় ইংরেজ ব্য়াটারদের। তিতাস সাধু সবচেয়ে সফল বোলার ভারতের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও ২টো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা ও সোনম যাদব। ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 

এরপর ব্যাট করতে নেমে যদিও ২ ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালি ভাল শুরু করলেও ১৫ রান করে ফিরে যান। ৫ রান করে স্বেতা শেহরাওয়াত। তবে সৌম্যা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা ২ জনেই ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস সাধু।

এবারই প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথমবারেই বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সেটিও দক্ষিণ আফ্রিকার মাটিতেই আয়োজিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here