Home আপডেট উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা ~ পাহাড়ে সতর্কতা জারি

উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা ~ পাহাড়ে সতর্কতা জারি

উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা ~ পাহাড়ে সতর্কতা জারি

উত্তরবঙ্গে  সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির জেরে পাহাড়ে ধস, এমনকি, বন্যার আশঙ্কাও করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। পাহাড়ের রাস্তাও আটকে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঝেঁপে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তারপর ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে।

মৌসুমী অক্ষরেখা ক্রমশই উত্তরের দিকে সরেছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে হিমালয়ের পার্বত্য এলাকায়। সে কারণে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের ওই জেলাগুলিতে। এ রাজ্যে ১২ জুন দুই বঙ্গে ঢুকেছে মৌসুমী বায়ু। তারপর থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট হারে বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুধু এ রাজ্যেই নয়, অসম, সিকিম, মেঘালয়-সহ হিমালয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত।