Home খেলাধুলো মধ্যপ্রদেশের বিপক্ষে প্রথমদিনের শেষে ‘অ্যাডভান্টেজ’ বাংলা

মধ্যপ্রদেশের বিপক্ষে প্রথমদিনের শেষে ‘অ্যাডভান্টেজ’ বাংলা

মধ্যপ্রদেশের বিপক্ষে প্রথমদিনের শেষে ‘অ্যাডভান্টেজ’ বাংলা
ছবি সৌজন্য :- সিএবি ওয়েবসাইট

∆ বাংলা (১ম ইনিংস)
২৪৬/৪

(কৌশিক ঘোষ ১০০,
ঈশ্বরন ৮৬)

ইডেনে বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচে মধ্যপ্রদেশের অধিনায়ক নমন ওঝা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাকে। ঈশ্বর পান্ডে, আবেশ খানদের প্রথম ঘন্টায় দেখেশুনে সামলে বড় রানের ভিত গড়তে অসুবিধা হয়নি অভিমন্যু ঈশ্বরণ, কৌশিক ঘোষ,মনোজ তিওয়ারিদের।
প্রদীপ্ত প্রামানিক ও শ্রীবৎস গোস্বামীর জায়গায় বাংলা দলে এই ম্যাচে সুযোগ পান কৌশিক ঘোষ ও উইকেটকিপার বিবেক সিংহ। ওপেনিং জুটিতে ঈশ্বরণ ও অভিষেক রামন বাংলা ইনিংসকে ‘স্টেবিলিটি’ প্রদান করেন। অভিষেক ১৪ রান করে আবেশ খানের বলে আউট হন। ঈশ্বরণের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ১৩৬ রান যোগ করেন কৌশিক ঘোষ। ঈশ্বরণ ব্যক্তিগত ৮৬ রানের মাথায় কুলদীপ সেনের বলে নমন ওঝার হাতে ক্যাচ দিয়ে আউট হন । এদিন ফার্স্ট ক্লাস কেরিয়ারের দ্বিতীয় এবং ইডেনে নিজের প্রথম শতরান করে কৌশিক ঘোষ শুভম শর্মার বলে আউট হন । সুদীপ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন। প্রথম দিনের শেষে বাংলা ৮২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে । অধিনায়ক মনোজ ৩১* ও অনুষ্টুপ মজুমদার ৭ * ক্রিজে রয়েছেন।