Home লাইফস্টাইল হোয়াটসঅ্যাপ বিজনেস এর নতুন মাইলস্টোন

হোয়াটসঅ্যাপ বিজনেস এর নতুন মাইলস্টোন

হোয়াটসঅ্যাপ বিজনেস এর নতুন মাইলস্টোন

দেশে অনলাইনে ব্যবসা-বাণিজ্য বহুলাংশে বেড়ে গিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস বিশ্বব্যাপী মাসে ৫০ মিলিয়ন ব্যবহারকারীতে পৌঁছে গিয়ে নতুন মাইলস্টোন রচনা করল। যার মধ্যে এক-তৃতীয়ংশ ব্যবহারকারী ভারত থেকে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ফেসবুক মালিকানাধীন এই প্ল্যাটফর্ম।

ভারতে মাসে ১৫ মিলিয়নেরও (‌১.‌৫ কোটি)‌ বেশি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করেন। বৃহস্পতিবার এই অ্যাপের পক্ষ থেকে আরও বলা হয় যে তারা নতুন কিছু ফিচারও নিয়ে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল কিউআর কোড যা চ্যাট শুরু করার জন্য প্রয়োজন, জিনিসের ক্যাটালগের জন্য লিঙ্কস ও ব্যবসার জন্য কিছু আকর্ষণীয় স্টিকার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে যে কিউআর কোড স্ক্যান করে ব্যবসার জন্য কথোপকথন শুরু করা যেতে পারে। এছাড়াও অ্যাপটি বার্তাপ্রেরণ সরঞ্জামের সাহায্যে ব্যবসায়ীরা কথোপকথনটি চালিয়ে যাওয়ার জন্য তাদের ক্যাটালগের মতো তথ্য দ্রুত পাঠাতে পারে। বৃহস্পতিবার থেকেই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে কিউআর কোড চালু করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বাণিজ্য সংক্রান্ত ক্যাটালগ দেখেন বিশ্বের ৪০ মিলিয়নের বেশি মানুষ প্রত্যেক মাসে, যার মধ্যে প্রত্যেক মাসে ভারত থেকেই রয়েছে তিন মিলিয়নের বেশি ব্যবহারকারী। ব্লগে বলা হয়, ‘‌মানুষ যাতে সহজে পণ্যগুলি খুঁজে পান তার জন্য আমরা ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টা ও অন্য কোনও মাধ্যমে লিঙ্কগুলি ভাগ করার জন্য ক্যাটালগ ও পৃথক জিনিসগুলি উপলব্ধ করেছি।’‌ যদি ব্যবহারকারী ক্যাটালগ বা অন্য কোনও জিনিস বন্ধু বা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চান তবে সহজেই লিঙ্ক কপি করে তা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মাধ্যমে দিতে পারেন।