Home খেলাধুলো ১৫ রানে জয়ী অস্ট্রেলিয়া, তীরে এসে তরি ডুবল ক্যারিবিয়ানদের

১৫ রানে জয়ী অস্ট্রেলিয়া, তীরে এসে তরি ডুবল ক্যারিবিয়ানদের

১৫ রানে জয়ী অস্ট্রেলিয়া, তীরে এসে তরি ডুবল ক্যারিবিয়ানদের

প্রথম ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের কাছে এসেও ম্যাচ হাতছাড়া করলেন ক্যারিবিয়ানরা। অজি বনাম ক্যারিবিয়ান যুদ্ধে অস্ট্রেলিয়ানদের জয় এল ১৫ রানের ব্যবধানে। অস্ট্রেলিয়ানদের ব্যাটে বলে নায়ক যথাক্রমে নাথান কুইল্টার নাইল ও মিচেল স্টার্ক। প্রথম জন ৬০ বলে ৯২ রান করে দলকে ২৮৮ পর্যন্ত পৌঁছে দেন। দ্বিতীয় জন গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে ক্যারিবিয়ানদের ব্য়াটিং লাইন আপ ভাঙলেন। নিলেন পাঁচ উইকেট।

শুরুতে ব্যাট করতে নেমে একসময় অস্ট্রেলিয়া ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে অজিদের ম্যাচে ফেরান অধিনায়ক স্মিথ। ক্রমাগত উইকেট পতনের মুখে দাঁড়িয়ে একপ্রান্তে শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করে ১০৩ বলে ৭৩ করে যান। তাঁকে ইনিংস গড়তে যোগ্য সহায়তা করেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারে (৪৫)।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট হারালেও জয়ের নির্দিষ্ট পথেই ছিল। সাই হোপ (৬৮) একপ্রান্তে টিকে ছিলেন। অন্যপ্রান্তে নিকোলাস পুরান (৪০), হেটমায়ার (২১)-দের সঙ্গে জুটি বেঁধে দলকে ভাল এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। তারপর খেলা ধরেন অধিনায়ক জেসন হোল্ডার (৫১)। তবে ব্রেথওয়েটের সঙ্গে পার্টনারশিপ গড়ে নিশ্চিত জয়ের পথে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্যাপ্টেন। তবে স্টার্ক পরপর ফিরিয়ে দেন হোল্ডার, ব্রেথওয়েট এবং কটরেলকে। তারপরে আর পারেনি ক্যারিবিয়ানরা।