কলকাতার ৫টি ফুচকার দোকান যেখানে ফুচকা না খেলেই জীবন বৃথা

কলকাতার ফুচকার নিজস্ব স্বাদ রয়েছে। ভারতের অন্যান্য যেকোনো জায়গার পানিপুরি বা গোলগাপ্পা  থেকে কলকাতার ফুচকার স্বাদ আলাদা। এবার জেনে নিই, কলকাতার এমন কয়েকটি ফুচকার দোকানের হদিশ যেখান‌ে ফুচকা খাওয়া এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে—

 

 

১. বিবেকানন্দ পার্ক 
এই দোকানের টক জল বিখ্যাত। এখানকার তেঁতুল জল তৈরি করা হয় কাঁচা আমের টুকরো আর গন্ধরাজ লেবু দি‌য়ে। এই সবের মিশ্রণ এই দোকানের ফুচকাকে বিশিষ্ট স্বাদ দেয়। সাধারণ ফুচকা ছাড়াও এখানকার দই ফুচকা আর চুরমুরও বেশ বিখ্যাত।

 

২. রাসেল স্ট্রিট মোড়:
এই দোকানের ৬টা ফুচকার দাম পড়বে ২ টাকা, যদিও দামি তাও এই ফুচকা একবার খেলে অনেকদিন সেই স্বাদ থেকে যাবে আপনার মনে।

 

৩ ভিক্টোরিয়া মেমোরিয়াল:
ভিক্টোরিয়ার সামনের ফুচকার দোকানগুলির একটা আলাদা  ঘরানা রয়েছে। এখানকার দোকানগুলোতে আলুর সঙ্গে মেশানো হয় এক ধরনের তেঁতুলের চাটনি, আর মশলা। তারপর সেই আলুর পুর ঢোকানো হয় ফুচকার পেটে। সব মিলিয়ে সেই ফুচকার স্বাদ কেমন দাঁড়ায় তা লিখে বোঝানো যাবে না। খেয়ে দেখতে হবে আপনাকে।

 

 

৪. চক্রবেড়িয়া (ত্রিকোণ পার্ক):
সাধারণ ফুচকার পাশাপাশি এই দোকানের বিশেষত্ব হল জৈন ফুচকা। এই ফুচকা পুর তৈরি হয় থেঁতলানো কলা দিয়ে। তার সঙ্গে মেশানো হয় লঙ্কা কুঁচি এবং জিরে গুঁড়ো। শুনতে যেমনই লাগুক এই ফুচকা খেতে কিন্তু অতীব সুস্বাদু।

 

৫. বর্ধন মার্কেট (ক্যামাক স্ট্রিট):
এই ফুচকার সুস্বাদের রহস্য হল বিভিন্ন মশলার যথাযথ মিশ্রণ। জিরে, মেথি, ধনে পাতা আর জোয়ান দিয়ে তৈরি করা হয় এই মশলা। এই মশলা দিয়ে মাখা আলু আর ফুচকার যুগলবন্দী যে কতটা সুস্বাদু হতে পারে তা যিনি এখানে একবার ফুচকা খেয়েছেন তিনিই জানেন।

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Delhi Road Accident: দিল্লি রোডে দুই লরির চাপে পিষে গেল টোটো, চালক সহ মৃত ৪, আশঙ্কাজনক এক শিশু

শ্রীরামপুরে দিল্লি রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা মারল লরি। টোটোটি…

17 mins ago

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর প্রধান।…

2 hours ago

North Bengal express: ভোটের মধ্যেই LHB’তে রূপান্তর করা হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ, তুঙ্গে তরজা

শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে আইসিএফ থেকে লিংক-হফম্যান-বুশ (এলএইচবি) পরিবর্তন করার দাবি ছিল দীর্ঘদিন ধরেই। সেই…

3 hours ago

SSC genuine candidates portal: SSC-তে ‘চাকরিহারা যোগ্যদের’ জন্য পোর্টাল ও হেল্পলাইন চালু BJP-র, কথা দেন মোদী

'চাকরিহারা যোগ্য' প্রার্থীদের খুঁজতে পোর্টাল চালু করল বিজেপি। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। স্কুল…

7 hours ago

HS Topper 2024: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে?

উচ্চমাধ্য়মিক পরীক্ষায় একের পর এক নজরকাড়া রেজাল্ট। তার মধ্যে নজর কাড়ল স্নেহা ঘোষ ও সোহা…

14 hours ago

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই ইডি পাঠিয়ে দিন: রাহুল

ডেস্ক: শিল্পপতি গৌতম আদানি আর মুকেশ আম্বানিকে নিয়ে বাগযুদ্ধ লেগে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর…

14 hours ago