কোনোদিন নয় ~ সুচেতনা সেন

কোনোদিন নয় ~
***************

মশা আঁধারি আলো আবছায়া তারা ছোঁয়া সন্ধ্যা
পাশ ফিরে শোয় -ঘুম ঘোর - ঘুমহীন চোখে ;
আবদুল্লা মাঝির একখানা নৌকা ;
সেখানে তালপাতার ফাঁকে আধখানা চাঁদ উঁকি দিত ।
তোর কোলে মাথা রেখে তখন আমরা দুজন মাঝ নদীতে ।
সেই ঢেউয়ের দোলা এখনো শরীর দোলায় ;
ব্যাঙগুলো লাফায় আর বৃষ্টি একটু থামলে
রাতে আমাদের ঘরের পিছনের -
পুকুরের পাড় থেকে আসে ঝিঁ ঝিঁ র আওয়াজ ;
ঘুম কুটকুটে রাত মনখারাপের ছেলেবেলা যেন ;
আঁকড়ানো সন্ধ্যায় আঁকতে বসি তোর চোখ -
নিরুদ্দেশের নৌকায় আমায় বসিয়ে ঠেলে দিয়েছিস দূরে ;
তোর জীবন থেকে পাপ বিদায় করলি এই ভেবে ;
বিদায় করেছিস ঝাঁটানো জড়ো করা কিছু -
সন্ধ্যা গড়িয়ে রাত আসে - রাত দুপুর -
আমি এক সমুদ্রতট কোলে নিয়ে ঢেউ গুনে চলেছি একাকী বসে  -
এখানে পূর্ণিমা চাঁদ ফালি ফালি হয়ে যায় ঢেউয়ে ঢেউয়ে - তবু তার কত শোভা !
তোর বিষ ছোবলে মরতে ভয় পাইনি কোনদিন ।
এখন শুধু মনে পড়ছে আদর করে তুই খাওয়ালে -
তা অমৃত হয়ে যেত
সময় ছিল যেন সোহাগী সময় ।
কেউ তা ধরে রাখতে পারিনি -
এখানে তোর কোনো ক্ষতি নাই -
তোর মরমে এ হেন বীণা কোনদিন বাজেনি - এইবার -
মনে হয় চোটটা অনেক গভীর হয়েছে -
আঘাতটা বেশ দৃঢ় এবং ধারালো  ; ভালো হয়েছে -
ফুলগুলো শুকিয়ে যেত - চটকে গেছে ;
এখন মেঘলা বিকালে ছাদে পায়চারি করি ;
আবদ্দুল্লা মাঝির সেই নৌকাটা দেখি
মেঘ আর আকাশ যেন -আমি
তোর কোলে মাথা রেখে শুয়ে আছি -
একদিন -দুদিন -দিন দিন -
বছর পেরিয়ে বছর - যেন কালে কালে ;
তোর হাতের ছোঁয়া তোর শরীরের গন্ধ যেন কত নির্জনতা ;
এরপর তুই মুখ ঢেকে সুটার হয়ে আসিস আমার কাছে -
বার বার ঝাঁঝরা করে দিয়ে চলে যাস ;
তারপর কি খেয়ালে চোখের জল আর আদর দিয়ে
তুই সেই ক্ষত ভোলাবার আপ্রাণ চেষ্টা করিস -
শরীরে বুনে চলিস নীরব হয়ে থাকার ক্ষয় - সুখে - অসুখে -
এরপর হয়তো
একদিন তুই আমি দুটো রাস্তায় হারিয়ে যাব -
কোনোদিন দেখা হবে না আর - কোনোদিন নয় ...

সুচেতনা সেন~01/07/2017

Share
Published by

Recent Posts

Israel-Hamas War: হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র? বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে

  Israel-Hamas War: নেতানিয়াহুর হুমকি, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে। লড়াই করবে সামর্থ্যের শেষটুকু দিয়ে ।…

3 mins ago

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা…

15 mins ago

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। এরই মধ্যে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন প্রাক্তন…

3 hours ago

Sandeshkhali new sting video: সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো

প্রথম পর্বের আটদিনের মাথায় সন্দেশখালির স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে এল। 'উইলিয়ামস' নামে একটি ইউটিউব…

16 hours ago

Anubrata Mondal: অনুব্রতের বাড়ির ছাদে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা গেরুয়া পতাকা, লাগাল কে? কেউ জানে না

তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। এরই মধ্যে তাঁর বোলপুরের…

16 hours ago

Khejuri BJP joining: ভোটের আগে সভাপতির দলবদল, খেজুরি ২ পঞ্চায়েত সমিতি TMCর হাতছাড়া বলে দাবি BJPর

লোকসভা নির্বাচনের চলাকালীন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। পঞ্চায়েত সমিতির দলবদলু সভাপতি আচমকা…

17 hours ago