প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌


কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে প্রাক্তন বিচারপতির কাছে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। তার মধ্যেই কথা হয় দু’‌জনের। অশোকবাবু পরে জানান, তাঁর জীবনে এরকম ঘটনা আগে ঘটেনি। কোনও সাংবাদিক বৈঠকে বাড়ির লোকজন ফোন করেছেন। তবে কোনও সরকারি উঁচু পদে থাকা কেউ তাঁকে সাংবাদিক বৈঠকের মাঝে আগে ফোন করেননি। বিষয়টি নিয়ে তিনি কিছুটা অবাক হয়েছেন।

এদিকে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে বির্পযয় ঘটার পর তৎপর হয়েছে পুরসভা। চর্চায় উঠে এসেছে বেআইনি নির্মাণ। এই ইস্যুতে আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। সেখানে প্রশাসন ও মেয়রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন তিনি। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তখন তাঁকে সরাসরি ফোন করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তখন বেআইনি নির্মাণ নিয়ে কথা হয় দু’জনের মধ্যে। তবে সেখানে মেয়র আগের সরকারের উপর দোষ চাপান। সেটা শুনে প্রাক্তন বিচারপতি পাল্টা ভেঙে দেওয়া হয়নি কেন?‌ সেই প্রশ্ন তোলেন। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় ফোনে।

আরও পড়ুন:‌ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অন্যদিকে অশোকবাবুর বক্তব্য অনুযায়ী, মেয়র তাঁকে জানান, বেআইনি বাড়ি হয়েছে বাম আমলে। বিচারপতি তাঁকে বলেন, তাহলে সেগুলি ভেঙে দেননি কেন? এই নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের মধ্যে। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ১১ জন মারা যান। তখন বেআইনি নির্মাণ নিয়ে ঝড় উঠে যায়। তবে ঘটনাস্থলে গিয়ে রাজ্যের বাম জমানাকে দোষারোপ করেন মেয়র ফিরহাদ হাকিম। তার পর বেশ কিছু বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কলকাতা পুরসভা। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে জারি করা হয় নির্দেশিকা। শোকজ থেকে শুরু করে কড়া বার্তা দিতে দেখা যায় মেয়রকে। আর কলকাতা পুরসভাকে দায়ী করেন বিরোধীরা।

এছাড়া কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মধ্যে ফোনে কথাবার্তা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ মেয়রের ফোন পেয়ে প্রাক্তন বিচারপতির আক্রমণ অনেকটা কমে যায়। বিষয়টি তিনি মেয়রের কাছ থেকে শুনে বিষয়টি অনুধাবন করেন। মেয়রকেও পরামর্শ দেন প্রাক্তন বিচারপতি। সেসব মেনে এগোবেন মেয়র বলে জানান। প্রাক্তন বিচারপতি বলেন, ‘‌তুমি এসো আমার বাড়িতে। ছাদে নিয়ে গিয়ে দেখাব গলির মধ্যে কী ভাবে পাঁচ তলা বাড়ি গজিয়ে উঠেছে।’‌ তারপর শেষ হয়ে যায় দু’‌পক্ষের কথোপকথন।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

জলঙ্গির জলে ভেসে উঠল বিশালাকার কুমির! আতঙ্কে নদীতে নামা বন্ধ করলেন স্থানীয়রা

নদীতে স্নান করার সময় হঠাৎই জলে ভেসে উঠল একটি বৃহদাকারী প্রাণী। পরে জানা যায়, আসলে…

21 mins ago

চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগাল বন দফতর, চিতা বাঘের খোঁজে চলছে জোর তল্লাশি

আজ, রবিবার চিতা বাঘের খোঁজে এবার চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দফতর। এই ঘটনা নিয়ে…

49 mins ago

BSF: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার এক দিন আগে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ

    BSF: আগামী ১৩ মে দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব। আর…

54 mins ago

Suryakant Mishra: বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে, শুভেন্দুর সুরেই তোপ সূর্যকান্তের, পালটা দিল TMC

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই দাবি করে আসছেন বিধানসভা ভোটের…

2 hours ago

Israel-Hamas War: হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র? বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে

  Israel-Hamas War: নেতানিয়াহুর হুমকি, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে। লড়াই করবে সামর্থ্যের শেষটুকু দিয়ে ।…

2 hours ago

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা…

2 hours ago