Home ব্লগবাজি অনুভূতি ~ বৈশাখী চ্যাটার্জী

অনুভূতি ~ বৈশাখী চ্যাটার্জী

অনুভূতি   ~    বৈশাখী চ্যাটার্জী
অনুভূতি 
****************

আজ একা সন্ধ্যার পারে --
কিছু অনুভূতি একা কাজ করে ,
কিছু ভাল লাগে মন্দের বেশি 
কিছু মন্দ থাক আজ এলোকেশী ---
কে খোঁজে হওয়ার উড়ে যাওয়া কথা 
কে খোঁজে অন্ধকারের  কিছু ব্যথা ,
যদি সন্ধা তিমির পড়ে থাকে -
কিছু অবেলায় কিছু পথ ভোলা পাখি 
যদি ডাকে ,
হারানোর দামে যদি কেনা যায় ,
কিছু বিবর্ণ সুখ ---,
তবু আজ কেন ফ্যাকাশে -মলিন -
ধূসর ভীষণ ,লাল গোধূলির মুখ ।
পূরবী রাগেতে ধূসর গোধূলি 
কেন  গান গেয়ে চলে ,
বিরহ- মিলন ক্ষণিকের থেকে 
আরও ক্ষণিকের কথা বলে ---॥
                      বৈশাখী চ্যাটার্জীঃ২৪/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here