Home আপডেট অনেকে যোগাযোগ রাখছেন, পেন্ডুলামটা একটু দুললেই অনেক কিছু ভূমিকম্প হবে: সুকান্ত

অনেকে যোগাযোগ রাখছেন, পেন্ডুলামটা একটু দুললেই অনেক কিছু ভূমিকম্প হবে: সুকান্ত

অনেকে যোগাযোগ রাখছেন, পেন্ডুলামটা একটু দুললেই অনেক কিছু ভূমিকম্প হবে: সুকান্ত

[ad_1]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে অসম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ায় সোমবারই আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। ইডির তদন্তের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্তকারী সংস্থাটিকে পোস্ট অফিস বলেও কটাক্ষ করেছেন তিনি। আর তার কয়েক ঘণ্টার মধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, ঝড়-বৃষ্টি এলে মেক আপ উঠে যাবে। তখন আসল চেহারা দেখা যাবে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ‘যোগাযোগ তো অনেকেই করছে। নতুন তো কিছু নয়। এমন নয় যে যারা এসেছিলেন, চলে গিয়েছেন তারাই শুধু যোগাযোগ করছেন। এটা ভ্রান্ত ধারণা। যোগাযোগ সবাই করছে। পরিবেশ ওখানে ভালো নেই। পেন্ডুলামটা একটু দুললেই অনেক কিছু ভূমিকম্প হবে। অনেক বড়বড় কিছু ঘটবে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা মেক আপ করা চেহারা। যেদিন ঝড়-বৃষ্টি আসবে মেক আপটা ধুয়ে গেলে আসল চেহারাটা দেখতে পাবেন’।

প্রাথমিক নিয়োদ দুর্নীতিতে সোমবার ইডিকে তুলোধোনা করেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকসহ লিপস অ্যান্ড বাউন্ডসের হত্তাকত্তাদের সম্পত্তির অসম্পূর্ণ তালিকা পেশ করায় ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরতে প্রায় ১ ঘণ্টা ধরে একের পর এক প্রশ্ন করেন তিনি। যার প্রায় কোনওটিরই জবাব দিতে পারেননি ওই আধিকারিক।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here