Home আপডেট অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

[ad_1]

সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে। কারণ তাঁর বিরুদ্ধে পুলিশের তদন্তে প্রভাব খাটানোর ঘটনায় সিআইডি’‌র উপরই ভরসা রাখল সর্বোচ্চ আদালত। সিআইডি এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগে সিআইডি দফতরে তলব করা হয়েছিল আইনজীবী প্রতাপচন্দ্র দে’‌কে। সেখান থেকে বেরিয়ে সিআইডি’‌র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর অভিযোগ, সিআইডি তাঁকে বসিয়ে রেখে ছিল। আর জিজ্ঞাসাবাদের অজুহাতে তাঁর স্ত্রী অমৃতা সিনহার সম্পর্কে নানা তথ্য জানতে চাওয়া হয়। এমনকী স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চাপ দেওয়া হয়। যদিও সিআইডি বিবৃতি দিয়ে তা খারিজ করে দিয়েছিল।

এদিকে আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্য পুলিশের তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ দেখতে চান। আর সেই রিপোর্ট দেখেই সিআইডি তদন্তের নির্দেশ দেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। অভিযোগ তোলা হয়েছিল, এই ঘটনায় রাজ্য পুলিশ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তাই সিবিআই তদন্তের দাবি করা হয়। কিন্তু আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই মামলায় সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই। সিআইডি তদন্তই যথেষ্ট। আর তাতেই জোর ধাক্কা খেয়েছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে।

অন্যদিকে কলকাতার একজন বৃদ্ধা ও তাঁর মেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। সেখানে তাঁরা অভিযোগ জানান, সম্পত্তি নিয়ে বিবাদের মামলায় তিনি তাঁর আত্মীয়দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু আত্মীয়রা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে’‌কে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। আর তাঁরা পুলিশের তদন্তে প্রভাব খাটাতে শুরু করেন। তাতে বৃদ্ধা বঞ্চিত হওয়ার আশঙ্কা করে সুপ্রিম কোর্ট যান। সেখান থেকে আগেই নির্দেশ দিয়েছিল, পুলিশ কোনও চাপের মুখে মাথা নত না করে তদন্ত করবে। রাজ্য সরকারের আইনজীবী সুনীল ফার্নান্ডেজ বলেন, ‘‌পুলিশকে বহিরাগত চাপের থেকে রক্ষা করা হোক।’‌ সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই কথা শুনে বলেন, ‘‌চাপের কোনও প্রশ্ন নেই। পুলিশ জানে কেমন করে চাপ সামলাতে হয়।’‌

আরও পড়ুন:‌ সব রাজ্যে প্রচারে যাবেন নরেন্দ্র মোদী, ফেব্রুয়ারি মাসকেই তুরুপের তাস করছে বিজেপি

এছাড়া পুলিশের তদন্তে প্রভাব খাটানোর ঘটনায় সিআইডি’‌র উপরই ভরসা রাখল সর্বোচ্চ আদালত। আর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ওই মহিলার আইনজীবী সঞ্জয় হেগড়েকে প্রশ্ন করেছেন, তদন্ত আইন অনুযায়ী এগোচ্ছে?‌ আর মামলায় কী অবশিষ্ট থাকে? তখন আইনজীবী হেগড়ে বলেন, ‘‌তদন্তের বিষয়ে আমার কিছুই জানা নেই।’‌ তখন বিচারপতি তাঁকে সুপ্রিম কোর্ট বিষয়টির স্টেটাস রিপোর্ট পড়ে দেখতে বলেছেন। আগামী শুক্রবার আবার শুনানি হবে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here