Home আপডেট অস্থায়ী হোমগার্ড নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কোন কাজে লাগানো হবে?‌

অস্থায়ী হোমগার্ড নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কোন কাজে লাগানো হবে?‌

অস্থায়ী হোমগার্ড নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কোন কাজে লাগানো হবে?‌

[ad_1]

উৎসবের আমেজ এখন মাতোয়ারা শহর কলকাতা। দুর্গাপুজোর পর এবার কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সন্ধ্যেবেলায় নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভেনাস ক্লাবের কালীপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানবাজার–সহ বেশ কয়েকটি কালীপুজোর সূচনা করলেন তিনি। পায়ে চোট অনেকটা সেরে গিয়েছে। তাই কালীপুজোর উদ্বোধন সশরীরে মণ্ডপে গিয়ে করলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোয় পায়ে চোট ছিল। তাই তখন ভার্চুয়াল উদ্বোধন করতে হয়েছিল তাঁকে।

এদিকে ১২ নভেম্বর কালীপুজো। তাই হাতে বেশি সময় নেই। আর চারদিন। রাজ্যজুড়ে পালিত হবে কালীপুজো। এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌পার্ক স্ট্রিটে কলকাতা পুরসভা যেভাবে আলো দিয়ে সাজিয়েছে আমার মনে হচ্ছিল, এটা কি বড়দিন। কিন্তু এখন পার্ক স্ট্রিটে এই আলো দিয়ে সাজানো হয়েছে কালীপুজো, দীপাবলি এবং ছটপুজোকে কেন্দ্র করে। তাই কলকাতা পুরসভার সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তবে এটা চলবে। কারণ কালীপুজোর পরে বেঙ্গল বিজনেস সামিট আছে। সেখানে প্রায় ৪৪–৪৫টা দেশ আসবে। তখনও সাজানো থাকবে। মায়ের মূর্তি জায়গায় বিজিবিএস হয়ে যাবে। তারপর আবার আমরা বড়দিনের সময়ে আলোর রোশনাইয়ে ভাসব।’‌

অন্যদিকে কালীপুজো মানেই শব্দবাজির তাণ্ডব। আর তা রুখতে সবুজ বাজির আমদানি হয়েছে। তবু বাজারে খোঁজ নিলে মিলছে শব্দবাজি। তারই অন্যতম ছুঁচো বাজি। যে বাজিতে আগুন ধরানোর পর তা হুশ করে এদিক–ওদিক চলে যায়। ছুঁচো বাজি থেকে ঘটে দুঘর্টনাও। তাই নিজে আনন্দ করতে গিয়ে অন্যের নিরানন্দের কারণ যেন কেউ না হন সেটা খেয়াল রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‌মায়ের পুজোয় যেন অশান্তি না হয়। নজর রাখবেন, যাতে কোথাও কোনও দুর্ঘটনা না ঘটে। আমরা দুর্গাপুজোকে দুর্ঘটনাহীন করেছি। কালীপুজোকেও দুর্ঘটনাহীন করতে হবে। ছুঁচো বাজি খুব সাংঘাতিক। দেখলে বোঝা যাবে না, চোখের নিমেষে হুশ করে কোথায় চলে যাবে। ছুঁচো বাজিতে অনেকের হাত–পা পুড়ে যেতে দেখেছি।’‌

আরও পড়ুন:‌ রাজ্য–কলকাতা পুলিশে ব্যাপক রদবদল‌, মুখ্যমন্ত্রী ঢেলে সাজালেন সিআইডি

এরপরই মুখ্যমন্ত্রী একটি নিয়োগের কথা শোনান। কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। তাই এবার অস্থায়ী হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অস্থায়ী হোমগার্ডে পদে নিয়োগ করা হবে ১২৫০ জনকে। দৈনিক ৫৮২ টাকা করে পাবেন তাঁরা বলে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দফতর। কালীপুজো বিসর্জনের জন্য এবার তিনদিন বরাদ্দ করা হয়েছে। সেই তারিখগুলি হল— ১৩,১৪ এবং ১৫ নভেম্বর। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ভিড় সামলাতে অস্থায়ী হোমগার্ড নেওয়া হবে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here