Home আপডেট ‘‌আইএসএফ সেটিং করে লড়াই করে না’‌, বিধানসভার বাইরে স্তুতি করলেন শুভেন্দু

‘‌আইএসএফ সেটিং করে লড়াই করে না’‌, বিধানসভার বাইরে স্তুতি করলেন শুভেন্দু

‘‌আইএসএফ সেটিং করে লড়াই করে না’‌, বিধানসভার বাইরে স্তুতি করলেন শুভেন্দু

[ad_1]

আইএসএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে প্রার্থী হবেন কিনা সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে পিছন থেকে তাঁকে ইন্ধন দিয়ে যাচ্ছেন সিপিএম–কংগ্রেস–বিজেপি। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চক্রব্যুহে ঢুকিয়ে আক্রমণ করাই লক্ষ্য। এই আক্রমণ আসলে পরাজিত করার কৌশল। আর আজ, বুধবার আইএসএফের লড়াই প্রশংসার যোগ্য বলে বিধানসভার বাইরে স্তুতি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং একদিকে রামধনু জোট অপরদিকে কৌশলী চাল দিলেন তিনি বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাজ্য–রাজনীতিতে আলোচনা হতে শুরু করেছে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্র নিয়ে। ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চান নওশাদ সিদ্দিকী। পরোক্ষে ওই কেন্দ্রে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করতে পারে বিজেপি বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে শুভেন্দু আগেই বলেছিলেন, অন্য লোক দাঁড় করিয়ে ভাইপোকে হারাব। তবে এদিন ওই ইস্যুতে একটু ব্যাক গিয়ার দিয়ে অবস্থান নিয়েছেন। আজ নিজে মুখে বলেছেন, আইএসএফকে সমর্থন করার প্রশ্ন নেই। তবে আইএসএফ যে লড়াই করছে তা প্রশংসার যোগ্য।

ঠিক কী বলেছেন শুভেন্দু?‌ এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু আইএসএফের স্তুতি করেন। সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, ‘‌আইএসএফকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই। ডায়মন্ডহারবারে বিজেপির প্রার্থী দেবে। আর জেতার জন্যই লড়বে। ওখানে আমাদের ভাল ভোটব্যাঙ্ক আছে। আইএসএফের অ্যাজেন্ডা এবং বিজেপির অ্যাজেন্ডার মধ্যে কোনও মিল নেই। তাই কেন্দ্রে আইএসএফকে সমর্থনের কোনও প্রশ্নই নেই। আমরা লড়ব, জেতার লক্ষ্যে লড়ব।’‌

আরও পড়ুন:‌ বিষ্ণুপুরের বিধায়কের বাড়ি–রাইস মিল–অফিসে আয়কর হানা, কী বললেন শুভেন্দু?‌

আর কী বলেছেন বিজেপি বিধায়ক?‌ এরপরই আসে আইএসএফের স্তুতি পর্ব। শুভেন্দু অধিকারী বলেন, ‘‌একটা কথা বলতে পারি, আইএসএফের লড়াইটা আমি পঞ্চায়েত এবং পঞ্চায়েতের পরে দেখেছি। ওরা সিপিএমের মতো, কংগ্রেসের মতো সেটিং করে আসেনি। সেটিংয়ের রাজনীতি করে না। একটা কথা না বললেই নয়। এটা বললে হয়তো ওদের বিজেপির বি টিম বলা হবে। সিপিএম এবং কংগ্রেসের যেমন দিল্লিতে তৃণমূলের সঙ্গে দোস্তি, বাংলায় কুস্তি আছে। সেই সেটিং আইএসএফের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের লড়াইয়ে একটা নিষ্ঠা আছে। সেটা বিধানসভায় দেখেছি। আইএসএফ পঞ্চায়েতে যে লড়াই করেছে তা সাধুবাদ জানানোর মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় নওশাদ জোরালো বক্তব্য রাখেন। এটা স্বীকার করতেই হবে আইএসএফ সাহসের সঙ্গে লড়াই করছে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here