Home খেলাধুলো আজ গোটা বাংলাদেশ মনমরা! শাকিবদের রিটার্ন টিকিট পাকা, বিশ্বকাপ থাকল স্বপ্ন হয়ে

আজ গোটা বাংলাদেশ মনমরা! শাকিবদের রিটার্ন টিকিট পাকা, বিশ্বকাপ থাকল স্বপ্ন হয়ে

আজ গোটা বাংলাদেশ মনমরা! শাকিবদের রিটার্ন টিকিট পাকা, বিশ্বকাপ থাকল স্বপ্ন হয়ে

[ad_1]

কলকাতা: ইডেনে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেল!

বিশ্বকাপ ২০২৩-এর ৩১তম ম্যাচে পাকিস্তানের কাছে সাত উইকেটে হারল বাংলাদেশ। চলতি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের এটি তৃতীয় জয়।

এর আগে টানা ৪ ম্যাচে হারের মুখে পড়ে পাকিস্তান। এই জয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০টি দলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে ৭ ম্যাচে এটি বাংলাদেশের ষষ্ঠ পরাজয়। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ।

আরও পড়ুন- ‘আমার বোনের দিকে দেখবি না’, রোহিত শর্মাকে হুমকি! সেই মেয়েই এখন তাঁর স্ত্রী

বাংলাদেশের দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিক ও অভিজ্ঞ ফখর জামান পাকিস্তানকে শক্ত ভিতে দাঁড় করান। দুজনেই প্রথম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন।

২২তম ওভারের প্রথম বলেই মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হন শফিক। ৬৯ বলে ৬৮ রান করে আউট হন তিনি। ইনিংসে মারেন ৯টি চার ও ২টি ছক্কা।

৯ রান করে আউট হন বাবর আজম। ৭৪ বলে ৮১ রান করে আউট হন ফখর জামান। পাক পেসার শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশের টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দেন।

৯ ওভারে একটি মেডেন-সহ ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়া বোলার হলেন শাহিন।

আরও পড়ুন- ৪৯ টাকা দিয়ে ২ কোটি! বিশ্বকাপ ভাগ্য বদলে দিল বেকার যুবকের, টাকার বৃষ্টি

হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর শাহিন হয়তো আগের মতো গতিতে বল করতে পারছেন না। কিন্তু ইডেনে এদিন দর্শকরা তাঁর ‘ভেরিয়েশন’ দেখল। ২৩ বছর বয়সী এই বোলার বাংলাদেশের ব্যাটারদের নাকানি চোবানি খাওয়ালেন।

বাংলাদেশের তানজিদ হাসানকে এলবিডব্লিউ আউট করে ওয়ানডেতে নিজের ১০০তম উইকেট নেন শাহিন।

Tags: Bangladesh, ICC World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here