আজ থেকে শুরু হচ্ছে রোজা, ফলমূলের দাম আকাশছোঁয়া হওয়ায় নাভিশ্বাস জনতার


আজ, মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। রমজান মাস ইতিমধ্যেই পড়ে গিয়েছে। টানা একমাস ধরে মুসলমান ধর্মাবলম্বী মানুষজন খালি পেটে আচার পালন করবেন। তবে রোজা রাখার পর বিকেলে নানা ধরনের ফল খাওয়ার রীতি আছে। সেখানে আপেল থেকে শুরু করে আঙুর, কলা, বেদানা, পেঁপে, শশা–সহ নানা ফল পাতে জায়গা পায়। কিন্তু এই রোজা শুরুর সঙ্গে সঙ্গে ফলের চাহিদা এবং দাম ঊর্ধ্বমুখী। আর তার জেরেই রোজা শুরুর প্রাক মুহূর্ত থেকেই ছ্যাঁকা খেতে শুরু করেছেন আমজনতা। দামের ঝাঁঝে খুচরো ফলের বাজারগুলিতে ক্রেতারা পা রাখতেই ভয় পাচ্ছেন। এই আবহে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের হাল আরও বেহাল হবে বলে মনে করা হচ্ছে।

এই আবহে পকেটে বেশ চাপ পড়তে শুরু করেছে ক্রেতাদের। তবে বিক্রেতাদের বক্তব্য, একসপ্তাহ আগেও এই দাম নিয়ন্ত্রণে ছিল। রমজান মাস শুরু হতেই ফলের দাম যেন আগুন হয়ে গিয়েছে বাজারে। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়। এটাই নিয়ম। ইফতারের থালিতে রাখা হয় নানারকম ফল। সুতরাং ফলের চাহিদা এখন বৃদ্ধি পাচ্ছে। এই সুযোগে বাড়ছে দামও। এখন আকাশছোঁয়া দাম বেড়েছে শশার। একসপ্তাহ আগে প্রতি কেজির দাম ছিল ৪০ টাকা। এখন একধাক্কায় দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। আপেল ১৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। মাঝারি সাইজের চারটি কমলালেবুর দাম এখন ৫০ টাকা।

আরও পড়ুন:‌ কলকাতা পুলিশের নতুন থানা হচ্ছে, কসবা থেকে ভেঙে রাজডাঙা পেতে চলেছেন বাসিন্দারা

এখানেই শেষ নয়, তরমুজ ৩৫ টাকা কেজি হয়েছে। আনারস এখন ৭০ টাকা। পাকা পেঁপে ৭০ টাকা কেজি। শাঁক আলুর দাম বেড়ে হয়েছে ৪০ টাকা। লেক মার্কেটের এক ফল বিক্রেতা বলেন, ‘এখন খেজুরের ব্যাপক চাহিদা বেড়েছে। বাজারে এখন ২০০ টাকা থেকে ১৬০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি হচ্ছে। ফলের দাম ছেড়েই দিন। পাইকারি বাজারেই দাম লাগামছাড়া হয়েছে। সেখানে খুচরো বাজারে তো তার প্রভাব পড়বেই।’ তবে এখন গোডাউনে আলু নেই। পেঁয়াজ, আদা, রসুন–সহ কাঁচা সবজির দামও হাতে ছ্যাঁকা লাগার পক্ষে যথেষ্ট।

এছাড়া এই বিশাল দাম দিয়ে ফল কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের। লেক মার্কেটে আসা ক্রেতা হাফিজুল সাহেব ফল কিনছিলেন। এক কেজি শশার দাম ৭০ টাকা শুনে পিছু হঠলেন। কেন এত দাম ভাই?‌ প্রশ্ন করলেন বিক্রেতাকে এবং সঙ্গে সঙ্গে জবাব পেলেন। বিক্রেতা বলেন, ‘‌এখন এমনই দাম যাচ্ছে। কোনও কম হবে না। বাজার ঘুরে আসুন। কেউ এর থেকে কমে বিক্রি করছে না।’‌ এই কথা শুনে হাফিজুল সাহেব ফল না কিনেই চলে গেলেন। তখন পিছন থেকে আর এক বিক্রেতা চিৎকার করে বললেন, ‘কয়েকদিনের মধ্যে শশার দাম ১০০ টাকা হবে।’



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

20 mins ago

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

3 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

5 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

7 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

7 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

7 hours ago