Home ব্লগবাজি আদর ~ সুচেতনা সেন

আদর ~ সুচেতনা সেন

আদর    ~   সুচেতনা সেন
আদর


একটু আদর কোরো
অনেক নদী বয়েছে নরম কোলে
অনেক জল ঢেউয়ে খেলা
এখন বিকাল বেলা
পড়ন্ত রোদে জীবন ঘুমাতে চায়
ঝিনুকের মতো পড়ে থেকে চরে
অনেক ইতিহাস ক্ষয় অনেক উত্থান পতনের শেষে
আমি এসেছি এই নদীর চড়ায়
শ্যামা খঞ্জনা বক বালিহাঁসের ভীরে
এইখানে চখা চখি খেলে গেছে কতো
শরতের নরম রোদ পড়েছে মাটির উঠানে
শীতের রাতে কান পেতে শুনেছি করুণ ঝিঁঝিঁর সুর
বসন্তে ওই গাছটায় এসেছিল নতুন সহজ পাতা
গ্রীষ্মের দুপুরে কাকের বুক শুকিয়েছিল একটু জলের আশায়
ঝরা কত পাতা সব পৃথিবীর বয়সের ভাঁজে
মাঠে ঘাটে পথে প্রান্তরে ইটে ইমারতে জীবন শুকায়
তোর মন ছুঁতে পাব এই আশে মন আমার শান্ত দিঘি জল
প্রাচীন কোনো বটের নীচে একা বুদ্ধের আসনে স্থির
জীবন পড়ে রয় ঝিনুকের মতো বালুচরে
এই পথে কোনোদিন হেঁটে চলে যেও একটুখানি ছুঁয়ে
একটু আদর কোরো তোমার আশিসে।
                   সুচেতনা সেন: 10/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here