Home ব্লগবাজি কামনার বিষ : বৈশাখী চ্যাটার্জী

কামনার বিষ : বৈশাখী চ্যাটার্জী

কামনার বিষ     :     বৈশাখী চ্যাটার্জী
কামনার বিষ :-

রাত্রি তখন ঘুমন্ত -নির্জন ,
হঠাতই চিৎকার শুনি নরম সদ্যোজাতোর
বস্তাবন্দী কে যেন ফেলে দিয়ে গেছে তাকে -
অসহায় শিশু খিদের জ্বালাতে হাউ মাউ করে কাঁদে ---

স্তন্যদায়িনী- কেমন রে নারী তোর নারীত্বে ধিক্কার,
ছুঁড়ে ফেলে দিলি অসহায় শিশু কলঙ্ক ভেবে কার ----

কামনা যে তোর অগ্নি দহন জ্বালা-
নিজেই পুড়লি ছাড়খার হলি
কামনার বিষে গর্ভ এসেছে তুই সন্তানবতী নারী
বলনা আমায় তোর সন্তান কি দোষ করল ভারী !

যে গাছে ফোটেনি ফুল -ধরেনাকো কোন ফল
দেখেছিস তুই তার মত নারী -তার চোখের জল ,
ফুলফল শাখা পেয়ে -নিজের রক্ত আত্মজকে তুই ছুঁড়ে ফেলে দিলি বোকা মেয়ে --!

নারীর এমন ভীষণ রূপেতে আমি স্তম্ভিত অসহায় -
 ভেবেই চলেছি শুধু বারবার তাই !
কামনা আগুনে নিজের জঠোরে যদি সন্তান আসে --
মা হয়ে কি তাকে ছুঁড়ে ফেলে দেব
লোকলজ্জার ত্রাসে ??

                    বৈশাখী চ্যাটার্জী: 10/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here