আধারের অন্ধকার দিকঃ চুরি গিয়ে থাকতে পারে আপনার ব্যাক্তিগত তথ্য

আধারের অন্ধকার দিকঃ চুরি গিয়ে থাকতে পারে আপনার ব্যাক্তিগত তথ্য

ওয়েব ডেস্কঃ আপনার বায়োমেট্রিক তথ্য, আয়-ব্যয়-সম্পত্তির খুঁটিনাটি, ঠিকানা- যোগাযোগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপুর্ন ও একান্ত ব্যাক্তিগত তথ্য চলে যাচ্ছে ব্যাবসায়ী দের হাতে। হ্যাঁ, এমনটাই দাবি করেছেন তথ্যনিরাপত্তা সংক্রান্ত  নিয়ামক সংস্থা। Centre for Internet and Society(C.I.S) আশঙ্কা অনুযায়ী আধার কার্ডের জন্য জমা করা ১৩ কোটি ৫০ লক্ষ ভারতীয়ের ব্যাক্তিগত তথ্য, যথেষ্ট নিরাপত্তা না থাকায়  চুরি হয়ে গেছে সরকারি ওয়েব সাইট থেকে। এছাড়াও ১০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর তথ্যও ফাঁস হয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে সিআইএস। কেন্দ্রের অধীনের দুটি, এবং অন্ধ্র সরকারের দুটি ওয়েবসাইট পরীক্ষা করে এই মতামত দিয়েছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা

একদিকে সুপ্রীম কোর্ট এর নির্দেশ স্বত্তেও আধারকে সব পরিসেবায় বাধ্যতামূলক করতে কেন্দ্রীয় সরকারের অতি- তৎপরতা , পাশাপাশি এই রিপোর্ট প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here