Home ব্লগবাজি শূণ্যপ্রাপ্তি – বৈশাখী চ্যাটার্জী

শূণ্যপ্রাপ্তি – বৈশাখী চ্যাটার্জী

শূণ্যপ্রাপ্তি      –       বৈশাখী চ্যাটার্জী
শূণ্যপ্রাপ্তি



প্রাপ্তির খাতা ভোরে গেছে -থাক আর কেন ?
ভালবেসে যতটুকু দিলে....,
না দিয়ে যতটুকু নিলে....,
না নিয়ে যতটুকু ফেলে দিলে....,
সবটুকু প্রাপ্তি আমার.....।
অনেক তো হল থাক আর কেন -এবার না হয় একটু শূন্য হতে দাও ।।

কতদিনের চোরা স্রোত
এসেছিল পথ ঘুরে প্রাপ্তির খাতায় ,
লিখে গেছে ছেঁড়া পাতায়....
চোরা কাহিনী তার ।

সেই ছেঁড়া পাতা- ছেঁড়া নকশী কাঁথার বুকে ,
কতটা প্রাপ্তি ছিল তার ভালবাসা হীন
কোনো  সুখে.....,
এবার না হয় একটু শূন্য হতে দাও
সেই ছেঁড়া খাতা -নকশী কাঁথার মাঠ ,
কত চোরা স্রোত.......
অনেক তো হল-এবার শূন্য হোক ॥
                           বৈশাখী চ্যাটার্জীঃ০৪/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here