Home ব্লগবাজি আফশোস ~ প্রশান্ত কুমার ঘোষ

আফশোস ~ প্রশান্ত কুমার ঘোষ

আফশোস    ~   প্রশান্ত কুমার ঘোষ
আফশোস
*************
প্রশান্ত কুমার ঘোষ

ঘন অন্ধকার।কিছুক্ষণ আগেই ঝড়-বৃষ্টি কোলাকুলি করেছে।বিরাট কালী মূর্তির
আবেশ।রাস্তায় জল আর ঝরা পাতার মেলা।একটি সাদা বিড়াল খড়ের উপর নিদ্রারত।একটি
শেয়াল চোখ জেলে খাদ্যের সন্ধানে।লেন্সে বিড়ালের মূর্তি।অতি সন্তর্পণে বিড়ালের
দিকে এগিয়ে চলে শেয়াল।কয়েকটি খড় শেয়ালের পায়ে বেড়ি হয়ে লেগে গেল।খড়খড় শব্দে
জেগে উঠে বিড়াল।সামনেই শিকারী চোখ।মুহূর্তেই প্রাণ নিয়ে ছুট।পেছনে শেয়াল।ধরা
পড়ার অতিক্রম।পাশেই সরু আম গাছ।বিড়াল উঠে পড়ে গাছে।একটুর জন্য ফসকে
গেল।শেয়ালের চুপ করে গাছের তলে অপেক্ষা।ধেড়ে ইঁদুর খাবারের সন্ধানে।কিচিরমিচির
শব্দ।শেয়াল এবার সাবধান।এবার আর হাতছাড়া করবেনা।দাঁতের চোয়াল শক্ত।ধরতে গেলেই
ছুট।পেছনে পেছনে শিকারী।লাউ গাছের মাচা।তড়িঘড়ি করে মাচায় উঠে ইঁদুর।মাচার তলে
শেয়াল।কুটুর কুটুর শব্দ।লাউ পড়ে শেয়ালের মাথায়।মাথা ফেটে রক্তের স্রোত।শেয়াল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে।একটি কুকুর শুনতে পেয়ে আসে।ফাটা মাথায় ধুলো দিয়ে
কলাপাতা জড়িয়ে ব্যান্ডেজ।কুকুরের পিঠে চাপে শেয়াল।নিজের আস্তানায় নিয়ে
আসে।বন্ধুদের ডাকতে শুরু করে।চেতনা ফেরে শেয়ালের।ছুটে পাশের জঙ্গলে লুকিয়ে
পড়ে।বেচারা কুকুরের আফশোস।

                                                16/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here