আর ধর্ষিতা হবে না :– বৈশাখী চট্টোপাধ্যায়

আর ধর্ষিতা হবে না :-- 

ওরা তুলে নিয়ে গেলো তাকে --
নগ্ন লজ্জা ছিঁড়ে খেলো শকুনের দল ,
আঁচড়ে ,কামড়ে বিবস্ত্র নারী ---
ছুঁড়ে দিয়ে গেলো তাকে
আবরন হীন শরীর জুড়ে -দানবের যত ক্ষত ,
ঐ গাছ থেকে দুটো পাতা ঝড়ে পরে ,
যেনো লজ্জা ঢাকতে চায় --
রক্তের স্রোতে আজ ধরিত্রী অবনত ।
 এমন কি পেলি আমায় বল ?
ওরে দানবের দল -আঁচড়ে ,কামড়ে, ছিঁড়ে খেয়ে
পেট কি ভরেছে বল ?
নাকি আরও.... ক্ষুধা আরও রয়ে গেলো বাকি ,
আরও কিছু পেলে আরও চুষে- ডলে -
পিষে মেরে ফেল ।
শকুনের ক্ষিদে কখন মেটে না জানবি -----,
তবুও তো তোরা নারীরই গর্ভজাত ---_
একটি নারীকে ছিঁড়ে খেতে গেলে --
বুঝিস নিজের মাকে নগ্ন করলি কত ?
আমিও তো এক মা -নিজেও একটি নারী ,
শকুনের বেশে দানবের রূপ জন্ম দিতে কি পারি ?
ধর্ষিতা নারী যে কান্না কাঁদে শুনেছিস কখনো কি ?
ওরে দানবের দল ওই কান্নায় প্লাবন এলে বাঁচবি
কি করে বল ?
ওরে বিবস্ত্র নারী লজ্জা সে তো শরীরের ---
উঠে দাঁড়া তুই ঝেড়ে ফেল যতো কালো ,
প্রসবের কালে সন্তান দেখে যেই পথ দিয়ে
এই পৃথিবীর আলো --
সেই পথে তুই ধর্ষিতা আজ নারী ---
তুই একা নোষ ধর্ষিতা গোটা নারী সমাজ ,
মায়ের জঠরে জ্বলছে আগুণ দহন জ্বালা ,
এমন দস্যু দানব রাখব না মোরা পৃথিবীর এই বুকে
একটিও কালো থাকবে না সাদা নির্মল সুখে ।
মা হয়ে নিজেই জ্বালাবো আগুণ ওই দানবের মুখে ---
ভস্ম চিতার যত ছাই উড়িয়ে দেবো অশ্রু স্নিগ্ধ চোখে ,
তবেই কোনো নারীর জঠরে দানবের ঔরস যাবে না --
কোনো নারী -কোনো মা আর ধর্ষিতা হবে না ॥

বৈশাখী চট্টোপাধ্যায় - ২৪শে মার্চ ২০১৭

Share
Published by

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

4 hours ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

4 hours ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

5 hours ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

5 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

5 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

5 hours ago