Home ব্লগবাজি আলো আঁধারে ~ জ্যোতির্ময় রায়

আলো আঁধারে ~ জ্যোতির্ময় রায়

আলো আঁধারে   ~   জ্যোতির্ময় রায়
আলো আঁধারে 
**************


পায়ে হচট লাগলো বুঝি ?
গোলাপী আভায় পোড়া গুড়ের বাতাসা । 
আমিও গল্প পাতি রোজ ,পরাজিত পথিক 
আলো আঁধারে গলিতে অন্ধকারকে খুঁজি ॥ 

স্বপ্ন দেখি ,স্বপ্ন ভাঙে । কথার ছলনা ,
ওরাও মিথ্যে বলে ,তবুও হেঁটে চলে 
মরুপথ জুড়ে সবুজের আমদানী । 
দেখো তোমার মতো ওদেরও ভাঙছে আয়না ॥ 

মনে রেখো জোনাকিও পথ হারায় 
আলো কিংবা আঁধার,শ্রাবণ মাসে চাতকও গান গায় 
"আরো চাই আরো চাই " পৃথিবীর মানচিত্র 
সময় তবুও রাজধানী ট্রেন ,কাক উড়ে আপেক্ষিকতায়  ..।।


জ্যোতির্ময় রায়  ~ ২৬/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here