‘আল্লাহর দিব্যি, আপনারা BJP-র সঙ্গ দিলে…’, মমতার কথায় রুষ্ট BJP মুখপাত্র, প্রশ্ন তুললেন কাফের শব্দের ব্যবহার নিয়েও


সংহতির মিছিল থেকে সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের (আইটি) প্রধান অমিত মালবিয়া। দুটি ভিডিয়ো টুইট করে বিজেপি নেতা অভিযোগ করেন, রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে মমতা কলকাতায় যে সংহতি মিছিল করেন, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। শুধু তাই নয়, মালবিয়া দাবি করেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত থেকে সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে বলে নগ্ন সাম্প্রদায়িকতার আশ্রয় নিচ্ছেন মমতা। আল্লাহর নাম করে মমতা বিজেপির সমর্থকদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান।

বিজেপির মুখপাত্র বলেন, ‘হিন্দুধর্মের ভাবাবেগের চরম অপমান করে ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে (রামলালার) প্রাণপ্রতিষ্ঠার দিনে সর্বধর্ম সমন্বয় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তাঁর নগ্ন সাম্প্রদায়িকতার ছবিটা উঠে এসেছে। যাঁরা বিজেপিকে সমর্থন করেন, তাঁদের কাফির বলেছেন এবং আল্লাহর নামে হুমকি দিয়েছেন। তিনি যা বলেছেন, তাতে সদ্ভাবের লেশমাত্র ছিল না। এটা স্রেফ নোংরা সাম্প্রদায়িকতা ছিল।’

সেখানেই থামেননি বিজেপি নেতা। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের শান্তি এবং উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বিপদ হলেন তোষামদের রাজনীতিতে মত্ত থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বুঝতে পেরেছেন যে তাঁর উপর থেকে মোহ কেটে গিয়েছে মুসলিমদের। সাম্প্রতিক কয়েকটি ভোটে হার থেকে সেই প্রমাণ মিলেছে। সেজন্য উনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং পরিবেশটা বিষিয়ে দিচ্ছেন। তাঁর ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে কারণ অধিকাংশ মানুষ এই বেকার রাজনৈতিক মিছিল থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাম শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। মন্দিরে গিয়েছেন এবং প্রার্থনা করেছেন।’ সেইসঙ্গে মালবিয়া বলেছেন, ‘বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুক্তি পেতে হবে।’

আরও পড়ুন: Communal harmony in Ayodhya: অযোধ্যায় মুসলিম পরিবারে জন্ম শিশুর, নাম হল রাম রহিম

সংহতি মিছিলের শেষে পার্ক সার্কাসের সভা থেকে মমতা ঠিক বলেছিলেন, সেটা নিজেই লিখে দিয়েছেন মালবিয়া। তিনি লেখেন, ‘(প্রথম ভিডিয়োয় মমতা বলছেন যে) এক বাত ইয়াদ রাখনা, বিজেপি কো মদত মত করো। আগর তুম লোগ কোহি বিজেপি কি মদত করোগে তো আল্লাহ কা কসম, আপ লোগো কো কোহি মাফ নেহি করেগা। হাম তো মাফ নেহি করেঙ্গে (একটা কথা মনে রাখবেন, বিজেপিকে সাহায্য করবেন না। আপনাদের কেউ যদি বিজেপিকে সাহায্য করেন, তাহলে আল্লাহর দিব্যি যে আপনাদের কেউ ক্ষমা করবে না। আমি তো ক্ষমা করবই না।’

সেইসঙ্গে মমতার ‘কাফের’ শব্দ প্রয়োগ নিয়েও তোপ দেগেছেন মালবিয়া। পার্ক সার্কাসের সভা থেকেই হিন্দিতে মমতা বলেন, ‘আমি হৃদয়ের কথা বলছি। এই লড়াইটা সবে শুরু হয়েছে। এই লড়াইটা চলতে থাকবে। আমরা লড়াই করে যাব। আমরা লড়াই করব। আমরা ভয় পাব না। যাঁরা কাফির, যাঁরা কাপুরুষ, তাঁরা ভয় পান, তাঁরা মরে যান। যাঁরা লড়াই করেন, তাঁরা জীবিত থাকেন। তাঁরা বেঁচে থাকেন। তাঁরা কাজ করেন।’

আরও পড়ুন: Mamata Banerjee Rally Highlights: INDIA জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে CPIM, আমায় খুব অসম্মান করে, বিস্ফোরক মমতা



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

46 seconds ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

28 mins ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

57 mins ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

1 hour ago

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

2 hours ago

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

3 hours ago