Home ব্লগবাজি আয়না ~ জ্যোতির্ময় রায়

আয়না ~ জ্যোতির্ময় রায়

আয়না   ~  জ্যোতির্ময় রায়
 আয়না 
 **********
 
          এক
         ~~~~~

আমি আজও চশমায় পারদ মাখাই ,
আমি আজও গোলাপ কাঁটায় বিঁধে ,
বদলে যায় সব ,রক্ত জমে গভীরে । 
শব্দ গুলো ছোঁয়াছে লাগে বুঝি ? শরীরে আলপিন ফোটাই ।। 
 
চকচকে জলের সমাধিতে হৃদপিণ্ড ভাসে ,
আমার ফসিলসে ... থুতু লেগে আছে ,
ওই রামধনুর দেশে নাকি মৃত্যু ডাকে কাছে ? 
পরাজিত পথিক আমি , আধখানা চাঁদ দেখে আজও  হাঁসে ... ।।  
 
আবার পারদ প্রলেপ ,আবার মিছিল ,বিজ্ঞাপনে ঢেকে যায় মুখ ,
মন খারাপের বার্তা ,তোমার ব্যালকনিতে পৌঁছাবে না  জানি  ,
ছাঁয়া পথের ভিড়ে চাঁদকে আমি আজও গুণী । 
নিজের পৃথিবীতে  যদি থাকে " একটু সুখ "।। 
 
ওরাও মুখোশ খুলে ফেলে ,রক্ত ও নিকোটিনে ছবি ,  
গুড়ের বাতাসা খিদে মেটায় ,তৃষ্ণার্ত নাকি কাক ,
তবে নাই ভালোবাসা পেলাম ,চশমায় বৃষ্টি চিহ্ন থাক । 
 
বোঝে_না_সে_বোঝে_না 
 
            দুই
          ~~~~~~~
 
আয়না ভাঙে ফের ,মেঘ সরিয়ে চাঁদ ,
পূর্ণিমা আজকেও তবুও একলা বসে কাঁদে রাত । 
দিনের বেলায় ইঁদুর দৌড় ,ট্রামের চাকায় পিশে যাওয়া জীবন ,
মগজে আরও একটু চাওয়ার বাসনা,মনের মানচিত্রে চাকরির বিজ্ঞাপন ।
ছেঁড়া পকেটে লুকানো স্বপ্ন ,প্রেম দুহাত বাড়ায় ,
উষ্ণ চুমু নীরবে হাসে ,যৌবন শরীর ভেজায় ॥ 
হিসাব মেলে না ,শুধু সিঁড়ি ভাঙ্গার গল্প ,
কথা বলার মুহূর্তরা মরে যায়, আবেগ অল্প ॥ 
ভালোবাসা থাকে ,অনুভূতি গুলো মরে যায় 
দু দিকে দুটি পথ চলে যাবে হয়তো ,তবুও ফিরে আসতে চায় ॥ 

                             জ্যোতির্ময় রায় ঃ২৬/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here