Home খেলাধুলো ইডেনে টিকিটের কালোবাজারি ! ময়দান থানায় এফআইআর, স্নেহাশিসকে তলব পুলিশের

ইডেনে টিকিটের কালোবাজারি ! ময়দান থানায় এফআইআর, স্নেহাশিসকে তলব পুলিশের

ইডেনে টিকিটের কালোবাজারি ! ময়দান থানায় এফআইআর, স্নেহাশিসকে তলব পুলিশের

[ad_1]

পারাদীপ ঘোষ, কলকাতা: অপেশাদারিত্ব আর ব্যর্থতা। বিশ্বকাপে সিএবি-র পিছু আর ছাড়ছে না। বুধেও ইডেনের বাইরে বিক্ষোভ আর বিশৃঙ্খলা অব্যাহত। এদিনও সিএবি-র মূল প্রবেশদ্বারের বাইরে টিকিট বন্টন ইস্যুতে অস্বচ্ছতার জিগির তুলে ক্ষোভ উগরে দিলেন সদস্যরা।  সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কিংবা সচিব নরেশ ওঝার হস্তক্ষেপে যে সমস্যার সহজ সমাধান মিলতে পারত, শীর্ষকর্তাদের ইগো আর গোঁ ধরে রাখার বাতিকে ভিসুভিয়াসের চেহারা নিচ্ছে সেই বিক্ষোভ। টিকিটের কালোবাজারি ইস্যুতে এফআইআর করা  হয়েছে ৷ এবং সিএবি সভাপতিকে ময়দান থানায় তলব করা হয়েছে বৃহস্পতিবার ৷

সাফাইয়ের সুরে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এখন স্রেফ হাত তুলে নিচ্ছেন, ‘‘কিছু করা সম্ভব নয়। সবাইকে সন্তুষ্ট করা যাবে না। দু:খিত।” বিশ্বকাপের ম্যাচ ইডেনে প্রথম বার নয়। জগমোহন ডালমিয়া থেকে অভিষেক ডালমিয়া, বাবলু গঙ্গোপাধ্যায়, বিশ্বরূপ দে-রা দক্ষ হাতে সামাল দিয়েছেন পরিস্থিতি। টিকিট বন্টন নিয়ে এমন অস্বচ্ছতার অভিযোগ তখন তো ওঠেনি। তাহলে এবার কেন!’’

আরও পড়ুন-ক্রিকেটেই হয়তো গড়তেন কেরিয়ার, কিন্তু আচমকাই বদলে গেল সবটা; অনুপ্রেরণা জোগাবে এই আইপিএস অফিসারের সাফল্যের কাহিনি

চলতি বিশ্বকাপে সিএবি কর্তাদের ব্যর্থতা আর অদূরদর্শিতায় বারে বারে মুখ পুড়েছে সিএবি-র। টিকিট ইস্যুতে বিসিসিআই-র অনুমোদন ছাড়াই টিকিট বন্টনের বিজ্ঞপ্তি জারি করে পিছু হটতে হয়েছে সিএবিকে। ক্লাব থেকে প্রাক্তন ক্রিকেটার। বিরাগভাজন হতে হয়েছে সবার। ভাবনা চিন্তা ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই তড়িঘড়ি সিদ্ধান্ত ঘোষণার রোগ সারেনি সচিব, সভাপতির।

আইসিসি অনুমোদিত টুর্নামেন্টের ম্যাচে বোর্ডের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই বিরাট কোহলির জন্মদিন পালনের নানারকম পরিকল্পনা চূড়ান্ত করে আসরে নেমে পড়ে সিএবি-র বড়কর্তারা। বোর্ডের চাপের মুখে ফের পিছু হটতে হয় সিএবিকে। সত্তর হাজার মুখোশ অর্ডার দেওয়া সিএবি এখন বলছে,”কেক কাটার পরিকল্পনা রয়েছে। স্মারক তৈরি রাখা হয়েছে। চেষ্টা করা হবে ড্রেসিংরুমে পৌঁছে দেওয়ার।”

আরও পড়ুন- ২৩ বছরে বদলে গিয়েছে ‘শাকা লাকা বুম বুম’-এর স্টার কাস্ট, এক অভিনেতা তো বাবাও হয়ে গিয়েছেন, দেখে নিন এক নজরে

চলতি বিশ্বকাপে বারে বারে ধাক্কা খেয়েছে ইডেনের ঐতিহ্য। টিকিট থেকে লোকাল ম্যানেজারের বিধি বহির্ভূত আচরণ! নেতিবাচক কারণে বারে বারে শিরোনামে ক্রিকেটের নন্দনকানন। শতাব্দীর দোরগড়ায় দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের এমন অবিবেচকের মতো সিদ্ধান্তে কার মুখ পুড়ছে, ভেবে দেখার সময় হয়েছে।

Tags: Eden Gardens, ICC World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here