Home ব্লগবাজি উঁকি ~ সুচেতনা সেন

উঁকি ~ সুচেতনা সেন

উঁকি    ~    সুচেতনা সেন
উঁকি~
*************************


চল্লিশ বছর হলো ।
জীবন যেন পেয়েছে তেইশের মতো এক যৌবন ;
কঠিন শ্লেষাঘাত জং ধরা পাঁজরে
এখন বিদ্যুতের ঝলক ;
আগেও ত কত গান কত কবিতা শুনেছি -
কয় বাজেনি ত পোড়াবাঁশি মনখারাপের উঠানে -
তবে এখন কেন সপ্তসুর
দিনে দিনে লতানো আঙুলে আকর্ষের মতো জড়িয়ে ধরে এ শরীর -
অবশ বিহ্বল করে ছিড়ে খায় আমার কষ্ট কষ্ট সুখ -
আমি নীরব নিথর নিথই হয়ে যাই -ঘুম নেমে আসে আবেশ জড়ানো চোখে -
যখন পূর্নিমার চাঁদ রাঙা মুখে উঁকি মারে তার আঙুলের ফাঁক হতে ।

                                  সুচেতনা সেন:08/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here