Home ভুঁড়িভোজ একই রকম স্যালাড খেয়ে ক্লান্ত? বানান কিমা স্যালাড

একই রকম স্যালাড খেয়ে ক্লান্ত? বানান কিমা স্যালাড

একই রকম স্যালাড খেয়ে ক্লান্ত? বানান কিমা স্যালাড

[ad_1]

স্যালাড মানেই স্বাস্থ্যকর৷ কিন্তু সব সময় কি আর স্বাস্থ্যকর স্যালাড খেতে মন চায়? একটু অন্যরকম স্যালাড খেতে বানিয়ে নিন কিমা স্যালাড৷কী কী লাগবেপেঁয়াজ-১টা (স্লাইস করা)গরম মশলা গুঁড়োজিরে গুঁড়ো-১ চা চামচ

আদা বাটা-১ চা চামচরিফাইন্ড অয়েল-১ টেবল চামচটোম্যাটো-৩টেলেবুর রস-১ চা চামচমাটন কিমা-৩০০ গ্রামলঙ্কা গুঁড়ো-আধ চা চামচরসুন বাটা-১ চা চামচডাল-১০০ গ্রামজল-৭০০ মিলিধনেপাতা কুচিনান-৪টেকীভাবে বানাবেনকিমা সেদ্ধ করে নিন নুন জলে৷ নন-স্টির ফ্রাইং প্যানে ১ টেবল চামচ তেল গরম করুন৷ এর মধ্যে আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট নেড়ে নিয়ে কিমা দিন৷ এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ডাল দিয়ে কিমা সেদ্ধ করা জল দিন৷ একদম হালকা আঁচে ১০ মিনিট রাখুন চাপা দিয়ে যতক্ষণ না ডাল সেদ্ধ হচ্ছে৷ এর মধ্যে টোম্যাটো কুচি, ধনেপাতা কুচি দিন৷ সব শেষে লেবুর রস দিন৷ নান সেঁকে প্লেটে রাখুন৷ নানের ওপর চামচে করে স্যালাডের মিশ্রণ দিন৷

Tags: Non Veg Recipes, Recipes, Salad Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here