Home ব্লগবাজি একমুঠো একাকীত্ব ~ সুচেতনা সেন

একমুঠো একাকীত্ব ~ সুচেতনা সেন

একমুঠো একাকীত্ব ~  সুচেতনা সেন
একমুঠো একাকীত্ব ~


রাত্রে পাখা থেকে মাঝে মাঝে কিট কিট আওয়াজ হয়
এটা হলে ভালো হতো মনে হয়  ; জানি না কি হলে ভালো হতো -
বুকটা হাপড়ের মতো দীর্ঘশ্বাস ফেলছে
পৃথিবীটাকে বড়ো একা লাগছে ;
একটা সন্ধ্যার একমুঠো একাকীত্ব এসে হাত ধরে -
মিনিট পনেরো নিজের সাথে একলা থাকা ;
তোর কাছ থেকে এক মরুভূমি দূরে দাঁড়িয়ে আছি আমি ;
এখানে আধখানা চাঁদ -রাত বাড়লে ঢুলু শীতল নদী ,
বুকের হাপড়ে দীর্ঘশ্বাস দগদগে আঁচ ;
আঁচ কমলে চোখও মরুভূমি হয়ে যায় -শুধুই বালি ;
প্রাণহীন -স্পন্দনহীন -নিষ্পাপ -নিষ্পলক চেয়ে থাকা ।
পাখাটা একই ভাবে ঘুরছে ;মাঝে মাঝে কিট কিট আওয়াজ হচ্ছে -
এই একমুঠো একাকীত্ব - এক ছাই রঙা অসাড় পৃথিবী মনে হচ্ছে ।


                             সুচেতনা সেন:20/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here