Home ব্লগবাজি এক কবি ও কবিতা ~ সুচেতনা সেন

এক কবি ও কবিতা ~ সুচেতনা সেন

এক কবি ও কবিতা   ~    সুচেতনা সেন
এক কবি ও কবিতা
*******************

তোমায় একবার ছুঁতে পেয়েছিলাম
তারপর তুমি অদৃশ্যে ফানুস হয়ে গেসলে
তোমার আত্মার কথনে
তুমি অনেক কিছু বলে গেলে নিজে
কেউ কেউ তোমাকে অন্য ভাবে চিনল
অনেক মাথার ভীড় তোমার দিকে চেয়ে  -চোখগুলোতে অনেক রঙের আনাগোনা ;
ভিজে স্যাঁতসেতে লাল কালো সবুজ- কিছুটা বির্বণ হলদে -বিবশ অবসাদ নীলে -
তুমি একলা কিছু বলেছিলে কানে
আমি মুচকি হেঁসে গোপনে তোমার সাথে প্রণয়টা সেরে নিই -আজ তোমায় ভালোবাসব জল রঙে;
জলের মতো সহজ হবে আমাদের আলাপন ;
সন্ধ্যা নামলে তুমি গোধুলি রঙা পরে এসো -
প্রদীপের আলোয় মুখোমুখি চেয়ে থাকব এক ঝুপঝুপে আঁধারে ; তারপর হাত ধরে নীরবতায়
একদিন হারিয়ে যাব দুজনে - তুমি আমার কবিতা
আমাকে মিশিয়ে রেখো তোমার সাথে ।

                    সুচেতনা সেন: 25/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here