‘এক দেশ এক ভোট’, পক্ষে-বিপক্ষের যুক্তিগুলো কী?


সেপ্টেম্বরে পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগাম ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। সরকারের এই হঠাৎ অধিবেশ ডাকা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন, ‘এক দেশ, এক ভোট’ বিল আনতেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। 

বিলটি তৈরির জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও তৈরি হয়েছে।  যে কমিটি পর্যালোচনা করবে বিলটিকে নিয়ে। এই  ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মানুষের মনেও নানা প্রশ্ন। এই নীতি কার্যকর হলে কতটা সুবিধা বা অসুবিধা হবে তা নিয়ে আমজনতার মনে নানা প্রশ্ন। 

 ‘এক দেশ, এক ভোট’-এর সুবিধা কী?

‘এক দেশ, এক ভোট’ বিধি চালু হলে লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে হবে। এর ফলে আলাদা করে নির্বাচনের জন্য যে খরচ হবে তা বাঁচাবে। একটি হিসাব অনুযায়ী ২০১৯ সালে লোকসভা ভোটে খরচ হয়েছিল ৬০ হাজার কোটি টাকা। 

পক্ষের যুক্তি হিসাবে বলা হচ্ছে, এর ফলে সরকারি আধিকারিকদের কর্মসময় অপচয় কমবে। বছবরের বিভিন্ন সময় ভোটের কারণে তাঁদের ব্যস্ত থাকতে হয়, তার কারণে অনেকটাই সময় নষ্ট হয়।

তাছাড়া ভোট ঘোষণার পরপরই আদর্শ আচরণ বিধি চালু হয়ে যায়। ফলে থমকে যায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প। ‘এক দেশ, এক ভোট’ কার্যকর হলে  সেই সমস্যা দূর হবে।

তাছাড়া এর পক্ষে আরও একটি যুক্তি হল, এর ফলে ভোটদানের হার বেড়ে যাবে। কারণ যেহেতু একবার ভোট দিয়ে যাবেন ভোটাররা।

‘এক দেশ, এক ভোট’-এর অসুবিধা কী?

এর বিপক্ষের যুক্তি হল, এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত আসবে। গুরুত্ব হারাবে আঞ্চলিক দলগুলি। প্রচারের খরচের বহরে তারা জাতীয়স্তরের দলগুলির সঙ্গে পেরে উঠবে না।  

বিরোধীদের মতে, গুরুত্ব হারাবে আঞ্চালিক ইস্যুগুলোও। অগ্রাধিকার পাবে জাতীয়স্তরের ইস্যুগুলি। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর হলে একটি মাত্র রাজনৈতিক দল লাভবান হবে। যেহেতু কেন্দ্রের হাত দিয়ে বিভিন্ন প্রকল্পের টাকা আসে তাই ‘ডবল ইঞ্জিন’ সরকারের পক্ষেই মত দেবে ভোটাররা।

আরও পড়ুন: ‘সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই’, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন পুত্রের মন্তব্যে জোর বিতর্ক 

এই ব্যবস্থা কী আগে ছিল?

১৯৬৭ সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হতো। সময়ের আগে কয়েক রাজ্যের বিধানসভা ভেঙে যাওয়ার কারণে তাতে বদল আসে। আলাদা করে নির্বাচন হয়। ১৯৮৩ সালে লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে করানোর প্রস্তাব দেন নির্বাচন কমিশন। কিন্তু তা মেনে নেয়নি তৎকালীন কেন্দ্রীয় সরকার। ১৯৯৯ সালে আইন কমিশনের রিপোর্টে এক সঙ্গে নির্বাচন করানোর পক্ষে সাওয়াল করা হয়। দ্বিতীয় দফায় ক্ষমতা আাসার পর এ নিয়ে সওয়াল করতে শুরু করে বিজেপি। এ বার ‘এক দেশ, এক ভোট’ কোমর বেঁধে লেগেছে মোদী সরকার।

বিশ্বের আর কোথায় হয়?

জার্মানিতে প্রথম সংগঠিতভাবে চালু হয় ‘এক দেশ, এক ভোট’ চালু হয়। পরবর্তীকালে যা ছড়িয়ে পড়ে বলকান ও পূর্ব ইউরোপে। বর্তমানে স্পেন, স্লোভেনিয়া, আলবেনিয়া, পোল্যান্ড ও বেলজিয়ামে এক দেশ এক নির্বাচন ফর্মুলায় ভোট হয়ে থাকে।

এছাড়া জনমত আদায়ের জন্য  নীতি অবলম্বন করেছে হাঙ্গেরিও। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত রাশিয়ার ব্লকে ছিল এই দেশ। ১৯৯০-তে সোভিয়েত ভেঙে যাওয়ার পর নতুন শতাব্দীর গোড়ার দিকে সেখানে চালু হয় এক দেশ, এক ভোট’।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

5 hours ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

5 hours ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

5 hours ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

6 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

6 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

6 hours ago