Home ভুঁড়িভোজ এগ বিরিয়ানি রেসিপি, egg biriyani recipe

এগ বিরিয়ানি রেসিপি, egg biriyani recipe

এগ বিরিয়ানি রেসিপি, egg biriyani recipe

[ad_1]

হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? বাড়িতে চিকেন, মাটন কিছুই নেই৷ কেনা বিরিয়ানি না খেয়ে সহজেই বানিয়ে নিন বাড়িতে এগ বিরিয়ানি৷কী কী লাগবেবাসমতী চাল-২ কাপ (ধুয়ে জল ঝরিয়ে নিন)দারচিনি-৪টেবড় এলাচ-১টা

সেদ্ধ ডিম-৪টেস্লাইস করা পেঁয়াজ-২টোলবঙ্গ-৪টেআদা, রসুন বাটা-১ টেবল চামচকাঁচালঙ্কা-৩টে চেরালঙ্কাগুঁড়ো-১ চা চামচদই-১ কাপদুধ-৩ টেবল চামচকেওড়া জল-১ টেবল চামচছোট এলাচ-৬টাতেজপাতা-৪টেনুন-স্বাদ মতোতেল-২ টেবল চামচস্টার আনিজ-১টাজায়ফল গুঁড়ো-আধ চামচআদা বাটা- ১টেবল চামচগরম মশলা গুঁড়ো-১ চা চামচকেসর-১ চিমটিজল-১ কাপকীভাবে বানাবেনচাল ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন৷ কেসর হালকা গরম দুধে ভিজিয়ে রাখুন৷ প্যানে মাঝারি আঁচে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন৷ সেদ্ধ ডিম চিরে নিয়ে তেলে হালকা ভেজে রাখুন৷ এবার তেলে গোটা গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আদা, রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে৷ এবার লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিন৷ দই দিয়ে নুন দিন৷ ডিম দিন৷ ভাজা পেঁয়াজের বেশিরভাগটাই দিয়ে দিন৷ মাঝারি আঁচে নেড়ে গ্রেভি ঘন হলে নামিয়ে রাখুন৷৬ কাপ জল ফুটিয়ে তার মধ্যে মশলা ও নুন দিয়ে ৪ মিনিট হালকা আঁচে রাখুন৷ এর মধ্যে চাল দিয়ে ফুটিয়ে জল ঝরিয়ে নিন৷ এই জল ১ কাপ তুলে রাখুন৷ সসপ্যানে অর্ধেক চাল বিছিয়ে দিন৷ এর ওপর মশলা সহ ডিম দিন৷ বাকি চাল ডিমের ওপর দিয়ে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন৷ ওপরে কেসর ভেজানো দুধ ঢেলে কেওড়া জল ছিটিয়ে দিন৷ ঢাকনা লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিন৷ চড়া আঁচে ৫ মিনিট রেখে আঁচ একদম কমিয়ে আরও ১০ মিনিট দমে রাখুন৷

Tags: Egg Recipes, Non Veg Recipes, Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here