এমপি বিড়লা গ্রুপের চেয়ারম্যান হিসেবে ফের কাজ করবেন হর্ষবর্ধন লোধা-কলকাতা HC


বিড়লা বনাম লোধা পরিবারের মামলায় সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চ এমপি বিড়লা সংস্থার চেয়ারম্যানের পদ থেকে হর্ষবর্ধন লোধাকে সরিয়ে দিয়েছিল। তবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জানিয়ে দিয়েছে, হর্ষবর্ধন চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। একইসঙ্গে প্রিয়ম্বদা বিড়লার এই গ্রুপের সম্পত্তির ভারও থাকবে তাঁর হাতে। তাছাড়া সংস্থার যাবতীয় কাজকর্ম নিয়ে এতদিন সিদ্ধান্ত নিত ৩ সদস্যের একটি প্রশাসনিক কমিটি। সেই কমিটির কাজেও বিধি নিষেধ জারি করেছে ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: Vi-তে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভোডাফোন ও আদিত্য বিড়লা গ্রুপ

বিড়লা এবং লোধা পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মামলা চলছে প্রায় ২১ বছর ধরে। লোধা পরিবারের দাবি, ২০০৪ সালে এমপি বিড়লা গ্রুপের প্রধান প্রিয়ম্বদা দেবীর মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তিনি কোম্পানি যাবতীয় সম্পত্তি তাঁর স্বামী মাধবপ্রসাদের বিশ্বস্ত উপদেষ্টা রাজেন্দ্র সিংহ লোধার নামে উইল করে দিয়েছিলেন। সেই সময় থেকে কোম্পানির চেয়ারম্যান হন রাজেন্দ্র। এদিকে, প্রিয়ম্বদা পরিবারের সদস্যরা সেই উইল মানতে চাননি। উত্তরাধিকার সূত্রে তারা সেই সম্পত্তির অংশীদার বলে দাবি করেছিলেন। অন্যদিকে, রাজেন্দ্রর মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে ওই সংস্থার চেয়ারম্যান হন হর্ষবর্ধন। পরে সেই উইলকে চ্যালেঞ্জ করে শুরু হয় দুপক্ষের আই নিয়ে লড়াই।  সেই সংক্রান্ত মামলায় এর আগে আদালত ৩ সদস্যের একটি প্রশাসনিক কমিটিকে যাবতীয় কাজকর্ম দেখার দায়িত্ব দিয়েছিল। 

এরপরে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ হর্ষবর্ধনকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন হর্ষবর্ধন। তারপর তিন বছর ধরে মামলা চলে ডিভিশন বেঞ্চে। কিন্তু এই সময়ের মধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। ডিভিশন বেঞ্চ কমিটির বিভিন্ন কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া এই কমিটি সংস্থার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, রাজেন্দ্রর মালিকানাকে চ্যালেঞ্জ করে একটি মামলা গড়িয়েছিল সুপ্রিমকোর্টে। ২০০৮ সালে সেই মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

43 mins ago

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

2 hours ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

2 hours ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

5 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

14 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

15 hours ago