কন্যাভ্রূণ : বৈশাখী চ্যাটার্জী

কন্যাভ্রূণ :----

মা গো আমি তোমার জঠরে
একটি কন্যাভ্রূণ -
সুপ্ত ঘুমন্ত কিন্তু আমি জীবন্ত বেঁচে থাকা ।
তুমি কি জেনেছ আমার সম্ভাবনার কথা --
মা গো তুমি কি আমাকে জন্ম নেবার
অধিকার দিতে পার -
পৃথিবীর ওই আলো বাতাসেতে আমি কি খেলব ?
মা তোমার কোলেতে তোমার আদরে
আমি কি হব বড় ?-
তুমি কি আমাকে জন্ম নেবার অধিকার দিতে পার --
তোমার রক্তে তোমার শিরায় আমার
 নিঃশ্বাস আনাগোনা,
আমি অনুভূতিময় সম্ভাবনায়
একটি সুপ্ত আলো --
মা হয়ে কি তুমি নিভিয়ে দেবে গো,
করবে জঠর কালো  ?
বংশরক্ষা নাইবা হলাম প্রদীপ জ্বালাবো নারী ,
হয়ত দেখবে নিজের জঠরে বিশ্ব ধরতে পারি -
দেখনাগো মা কেমন ঘুমিয়ে একটি ছোট্ট প্রাণ ,
সে যে ধুকপুক বুকে নিঃশ্বাস নেয় মা --
মা গো সে কি শিহরণ দেয়না ?
সে কি তোমার নিজের আত্মজ হয় না ?
তাকে খুন করে বিশ্বে কি করে নিন্দিত কর মা ডাক ---
কন্যা ভ্রূণের কণ্ঠে কি গো মা
ওই ডাক বড় অভিশাপ ?
অভিশাপ গোটা নারীত্ব জুড়ে নারীর রক্তে বিষ ,
নারী না থাকলে জঠর হবে না জ্বলবেনা কোন আলো -
নারী না থাকলে এ বিশ্বধরা অভিশাপময় কালো ॥
                                         বৈশাখী চ্যাটার্জী:২৬/০৩/২০১৭

Share
Published by

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

1 hour ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

4 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

6 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

6 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

6 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

7 hours ago