Home ব্লগবাজি কবিতা ও রুটি ~ বিকাশ দাস

কবিতা ও রুটি ~ বিকাশ দাস

কবিতা ও রুটি   ~    বিকাশ দাস
কবিতা ও রুটি



এই নিয়ে কবিতা লেখা বা হুবুহু তার বর্ণনা করার মত
সে সৎ সাহস আমার নেই  যেখানে আমাকে যেতে হবে সহজে

এড়িয়ে

লোভ পাপ অভিশাপ

হাতড়ে

শুধু অর্থ নাম ডাক যশ
গুছিয়ে

শব্দের মুখে ভাষার রস

শুরু থেকে শেষ ।


এই টুকু সত্য …..
আলোর মুখ সহস্র অন্ধকার ডিঙিয়ে দেখতে হয়
আটা গুথে নিতে পারাটা কিন্তু  রুটি বানানো নয়
রুটি ফুলবে কি না তা সবটুকু নির্ভর করে
ভালো আটার সাথে   কতটা আটায় কতটা জল
কতটা আঙ্গুলের আদর যত্নময়    কত টা সচ্ছল

অবশ্য কিছুটা বেলার আর সর্বশেষে উনুনের আঁচের পরিমাপ
কতটা কখন রাখতে হবে কম বা  বেশি উঁচিয়ে তাপের চাপ ।



তোমরা বিশ্বাস করো

এ নিয়ে আমি কোনো কবিতা করছি না শুধু যেতে বলছি কবিতার দিকে

ভাপের আগুনে হঠাৎ ফোস্কা

যেখানে স্বর্গ হাসিল ক্ষিদের রুটি  অভাবনীয় পেটের গর্তে

চাঁদের সুখ্যাতির চেয়েও অনেক মনোরম   সুখময় মর্ত্যে ।

উনুনের আঁচের লহমায়
রুটির গন্ধ উঠোন জোড়া পৃথিবীর সর্বোত্তম সুখ
যদিও লণ্ঠনের কালচে কাঁচের আলোতে কবিতার চাঁদ মুগধময়

কবিতার আঁচে শ্রুতির করিশ্মা যতই শব্দ পাকিয়ে করো স্বাদময়

ক্ষিদের জ্বালা পোড়ে না শুধু পোড়ে কবিতা একাই ।


বিকাশ দাস ~ 24/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here