Home ব্লগবাজি নীড় ~ সুচেতনা সেন

নীড় ~ সুচেতনা সেন

নীড়   ~    সুচেতনা সেন
নীড়~


আমি এক নিবিড় অরণ্য হয়ে রয়ে যাব পৃথিবীতে ;
নির্জন কোনো এক দ্বীপে -
যেখানে একদা তুমি নোঙর ফেলবে এসে ;
তোমার প্রিয়তমের হাত ধরে তুমি আমার মাটিতে পা দেবে ;
সে অনেক বর্ষ পরে -অরন্যের ছায়া ফুল
কোমল হাওয়া তোমার মুখের সামনে আসা রেশমী চুল নিয়ে
করে যাবে খেলা ; অনেক পাখির কুজনে গানে
তুমি মোহিত হয়ে থাকবে -আর
তোমার প্রতি পা ফেলে চলায় আমি একটু একটু করে তোমায় পাব কাছে ;
ভালোলাগার শেষ নাই -তুমি তোমার আঁচল পেতে শুয়েছ ঝরা পাতাদের সাথে নির্জনে ;
এইখানে আকাশ নীল ; এইখানে সমুদ্র দিগন্ত বিস্তৃত ;
এরপর তোমার শহরে সাইরেন বেজে ওঠে ;
ব্যস্ত গাড়ির চাকাগুলো ঘোরে -আরো জোরে ঘোরে ঘন্টার কাঁটা ;
এইখানে পৃথিবীর আবর্তন একটু বেশি ;
তুমি চলে গেছ কবে
তোমার প্রেমিকের হাত ধরে - দূরে -
সেইখানে দু এক রাত্রির আঁচড়ে তুমি বেঁধেছ তোমার সুখের নীড় ।

সুচেতনা সেন:24/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here