Home ব্লগবাজি কবি সুকান্তের মৃত্যুবার্ষিকীতে কবির প্রীতি শ্রদ্ধার্ঘ্য ~ বৈশাখী চ্যাটার্জী

কবি সুকান্তের মৃত্যুবার্ষিকীতে কবির প্রীতি শ্রদ্ধার্ঘ্য ~ বৈশাখী চ্যাটার্জী

কবি সুকান্তের মৃত্যুবার্ষিকীতে কবির প্রীতি শ্রদ্ধার্ঘ্য ~ বৈশাখী চ্যাটার্জী

কবি সুকান্তের মৃত্যুবার্ষিকীতে কবির প্রীতি শ্রদ্ধার্ঘ্য

তুমি ছাড়পত্র দিয়ে গেছ সেই কবে --
বলে গেছ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য বানাতে হবে --
কিন্তু পারিনি আজও জান ;
আজও প্রতিটি শিশুর বুকে  এই পৃথিবী কশাঘাত করে --
আজও এই বিশ্বে বারুদের নিঃশ্বাস ঝড়ে !
আমরা পারিনি -একটা শিশুকে তার মত করে তার বাসযোগ্য পৃথিবী উপহার দিতে,
আমরা পারিনি একটি পৃথিবী গড়তে !

তুমি বলে গিয়েছিলে কবি ---
তোমার দৃঢ় অঙ্গীকার আজ ---
চাপা পড়ে গেছে ঘুন ধরা ধংসস্তূপের নিচে
তবু যদি কোনদিন দৃঢ় হয় আরও
যদি পৃথিবীর বুকে- পৃথিবী বানাতে পারি --
বাসযোগ্য সেই পৃথিবীতে নবজাতকেরা
সেদিনও শুনবে তোমার অঙ্গীকার ---
নবজাতকের কান্না -আরও দৃঢ় করে দেবে
এই পৃথিবীকে তার ॥
                    বৈশাখী চ্যাটার্জী:13/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here