Home ব্লগবাজি বোঝাপড়া ~ বৈশাখী চ্যাটার্জী

বোঝাপড়া ~ বৈশাখী চ্যাটার্জী

বোঝাপড়া    ~   বৈশাখী চ্যাটার্জী
বোঝাপড়া

কোন বোঝাপড়া নেই --
যা ছিল চলমান তার প্রতিটি অক্ষর মনে পড়ে --
রুক্ষতা ছিল কিছু  ---
তবু বোঝাপড়া নেই কোন ।
একদিন নিকষ অন্ধকারের রাতে যদি ফিরি --
কিছু কুয়াশা পেরিয়ে যদি
একলাই হেঁটে যাই -
তবু কোন প্রাপ্তির সাথে
কোন বোঝাপড়া নেই ।
যদি তীব্র রোদের পরে
একটু ছায়া চায় মন -
যদি কোনকিছু সেদিন
মনে হয় বড় প্রয়োজন -
না পাওয়ার সাথে বোঝাপড়া রাখব না কোন ,
কোন ঝড়ের রাতে যদি একলা --
কিছু ভয় থাকে মনে --
তবু কোন বোঝাপড়া রাখবনা জীবনে ॥
                            বৈশাখী চ্যাটার্জী:13/05/2017
                            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here