Home ব্লগবাজি কলম-যুগের স্বপ্ন ~ সুশীল রায়

কলম-যুগের স্বপ্ন ~ সুশীল রায়

কলম-যুগের স্বপ্ন ~  সুশীল রায়
কলম-যুগের স্বপ্ন

হঠাৎ দেখি ল্যাপটপ উধাও, হ্যান্ডসেট বেপাত্তা;
আমার চারদিকে ঐতিহাসিক কঙ্কালে মাংস গজিয়ে উঠল।
ত্বকে আচ্ছাদিত হল শরীর
আর পোশাকে আবৃত হল সমগ্রতা।
এই উৎকট-দর্শন অসহনীয় জীবগুলো আমাকেও জোর করে পোশাকে বেঁধে ফেলল অতঃপর...
প্রত্যেকের হাতেই বিচিত্র দণ্ড,
সাদা কিছু একটার ওপরে লিখে যাচ্ছে সবাই; লিখেই যাচ্ছে...
হীতাহীত জ্ঞানশূণ্য হয়ে।
আমার হাতেও একটি লেখার দণ্ড এসে গেল,
সামনে বিছানো সেই সাদা সরঞ্জাম।
মনে পড়ে গেল একদিন গুগলে দেখা সেই কলম-যুগের কথা-
আদিম মানুষেরা পোশাক পরত;
কলম দিয়ে কাগজে লিখে রাখত মনের কথা।
কিছুটা উৎসাহ নিয়ে আমিও লিখতে শুরু করলাম উদোম যৌনতা আর ভোগ বিলাসের কথা;
কিন্তু কী অদ্ভুত!
কলম থেকে বেরিয়ে এল ভালোবাসা আর সুষম বন্টনের সহজ শব্দমালা;
আমি কলমের মায়া-টানে বুকে টেনে নিলাম ইতিহাস;
ল্যাপটপ আর হ্যান্ডসেটকে প্রাগৈতিহাসিক যুগে ঠেলে...

সুশীল রায়~ 23/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here