Home ব্লগবাজি সার্থক ব্যর্থ ~ বৈশাখী চ্যাটার্জী

সার্থক ব্যর্থ ~ বৈশাখী চ্যাটার্জী

সার্থক ব্যর্থ  ~  বৈশাখী চ্যাটার্জী
সার্থক ব্যর্থ
*************
     সবাই রাতের নির্জনতায় ঘুমায় না -কিছু চোখ মেঘলা হয়ে থাকে -কিছু চোখে
বৃষ্টি -কিছু বড্ড তৃষ্ণা নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে -কিছু জীবনে কোন
ব্যস্ততা নেই --কিছু চোখ সারারাত পাহারা দেয় কালো অন্ধকার আকাশটাকে ।

         তবুও একটা অসমাপ্ত ইচ্ছে থাকে সূর্য ওঠার- তাই তারারাও ঘুমিয়ে পড়ে,
ক্লান্ত চোখের পাতা কখন বুজে আসে -সূর্যের প্রথম রশ্মি জানলা পেরিয়ে চোখে
ঠিকরে পড়ে- আধঘুম চোখে আরও ঘুম জড়িয়ে ধরে -কিছু নতুন প্রভাত বড্ড অবহেলায় আসে
আর চলে যায় ,ঘুম হীন রাত্রির ঘুমন্ত  সকাল ঘুমায় ।

        কোলাহল মুখর দিনে আছন্ন শরীর উঠে দাঁড়ায় শুধু ব্যস্ততা নেই কোন ,এককাপ
চা নিজের অজান্তে কখন ফুরোয় -কালকের বাড়ন্ত ভাত -আজ প্রয়োজন নেই কোন ক্ষিদে
মেটাবার, মুখের স্বাদকোরোক গুলো বিশ্রী ফ্যাকাশে।

        টাইমলাইন- অনবরত হাতের ছোঁয়ায় ওঠা নামা করে সারদিন ,ফেসবুক এর পাতায়
দু একটা সেলফি পোস্ট -অনর্থক জীবন কিছুটা এখানে যেন  ত্রুটিহীন ।

            সায়াহ্নের গোধূলি নীল আকাশটাকে লাল রঙে ঘিরে ধরে -কিছু বিরহের সুর
মিলনের বাঁশি ভেসে আসে কানে -টিভির রিমোর্ট অকারন খুঁজে চলে ব্যর্থ সময়কে
সার্থক করার তাগিদে ,

             ধোঁয়ালাগা সন্ধা ভীষণ নিজের মনে হয় -একান্ত কালো রাতে কিছু
বুকফাটা কান্না আজও বোবা হয়ে আছে শুধু  চিৎকার করে কিছু অট্টহাসি ভাবে কত সুখ
-সুখের মাঝেও আছে কিছু প্রবঞ্চনার বাঁশি ॥

বৈশাখী চ্যাটার্জী:23/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here