Home আপডেট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, লিগের খেলা পিছিয়ে যাওয়া নিয়ে তরজা

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, লিগের খেলা পিছিয়ে যাওয়া নিয়ে তরজা

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, লিগের খেলা পিছিয়ে যাওয়া নিয়ে তরজা

[ad_1]

আর দু’‌দিন পর উত্তরবঙ্গ সফরে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসের ৬ তারিখ তাঁর উত্তরবঙ্গে আসার কথা। আর খেলার মাঠে তাঁর সভা করার কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করবেন তাই সেখানে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর এই মাঠে মুখ্যমন্ত্রী সভা করলে সেখানে আর কিছু হওয়া সম্ভব নয়। তাই এখানে লিগের খেলা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই লিগের খেলা চালু হলেও তা পিছিয়ে দিতে এবং মহকুমা ক্রীড়া পরিষদকে অবিলম্বে স্টেডিয়াম ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সূচি আগেই তৈরি হয়েছিল বলে খবর। হঠাৎ করে তৈরি হয়েছে এমন নয়। তা জেনেও কেন এখানে খেলা রাখা হয়েছিল?‌ তা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী ৬ তারিখ পাহাড় এবং সমতল মিলিয়ে উত্তরবঙ্গ সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডিসেম্বর মাসের ৬–১২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। দার্জিলিং জেলার কার্শিয়াং দিয়ে শুরু করবেন সফর। আর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করে সফর শেষ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শিলিগুড়িতে খেলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

অন্যদিকে এই খেলার যাঁরা আয়োজক তাঁদের দাবি, শীতের মরসুমে লিগের ফুটবল ম্যাচ শুরু হয়ে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের জেরে খেলা বন্ধ করে দিতে হবে। কারণ মাঠটি পাওয়া যাবে না। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি রাজনীতি করতে শুরু করে দিল। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘‌গা জোয়ারি চলছে। স্টেডিয়ামে কেন সভা করবেন মুখ্যমন্ত্রী? কেন লিগের খেলা বন্ধ হবে? আমি নিজে ওই দিন ধরনাতে বসব। জেলা বিজেপিকেও বলব আন্দোলনে নামুন। তাছাড়া এই ধরনের সভা খেলার মাঠে করে খেলা এবং মাঠ নষ্ট করা হচ্ছে।’‌

আরও পড়ুন:‌ মধ্যপ্রদেশে গণনা চলাকালীন ধরা পড়লেন একাধিক নেতা–নেত্রী, অন্তর্বাসে কী ছিল?

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ বিজেপির এই ঘটনা নিয়ে রাজনীতি করার প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মেয়র গৌতম দেব। তাতে বিতর্কও তৈরি হয়েছে। এই বিষয়ে বিজেপিকে কড়া জবাব দিয়ে মেয়র গৌতম দেব বলেন, ‘‌কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠের সংস্কার করে দেওয়া হবে। বিকল্প মাঠে খেলা হোক। আর বিজেপি বাড়াবাড়ি করলে ওদের মেরে হাত–পা ভেঙে দেব।’‌ সুতরাং শঙ্কর ঘোষ দলবল নিয়ে ধরনা, আন্দোলনে নামলে তৃণমূল কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না সেটা স্পষ্ট বুঝিয়ে দিলেন গৌতম দেব।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here