Home আপডেট Congress: হিন্দি বলয়ে বিজেপুির জাদু, তিন রাজ্যে কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার কারণ কী?

Congress: হিন্দি বলয়ে বিজেপুির জাদু, তিন রাজ্যে কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার কারণ কী?

Congress: হিন্দি বলয়ে বিজেপুির জাদু, তিন রাজ্যে কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার কারণ কী?

[ad_1]

Congress: গতবার যেখানে তিনটি রাজ্যেই সরকার গড়েছিল কংগ্রেস, সেই তিনটি রাজ্যেই বাজিমাত করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জয় বিজেপির। আজকে তিনটি রাজ্যে হারের ফলে উত্তর ভারত থেকে কার্যত মুছে গেল কংগ্রেস। শুধুমাত্র টিকে রইল হিমাচল প্রদেশে। বাকি সব রাজ্যে একেবারে সাফ হয়ে গেল। অন্যদিকে, পূর্ব ভারতের ঝাড়খণ্ড ও বিহারে জোট সরকারে আছে। তাছাড়া স্রেফ দক্ষিণ ভারতে সীমিত হয়ে গেল কংগ্রেসের অস্তিত্ব। যা চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে একপ্রকার ‘ডবল’ ধাক্কা।

প্রসঙ্গত, এই চার রাজ্যের ফলাফল ঘোষণার আগে রাজনৈতিক মহল মনে করছিল, হিন্দি বলয়ে কি জুড়বে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা ? এই প্রশ্নের উত্তরটা কার্যত আজ পরিষ্কার হয়ে গেল। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় এই তিন রাজ্যে কার্যত খড়কুটোর মত উড়ে গেছে কংগ্রেস। ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় থাকলেও ‘Congress election to lose’ মধ্যপ্রদেশ নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য ছিল ঠিক এমনটাই। কাজটা সহজ থাকলেও করে দেখতে পারল না কংগ্রেস, শেষ মুহূর্তে জয়ের হাসি হাসতে দেখা গেল বিজেপিকেই। মধ্যপ্রদেশেও দেখা মিলল গেরুয়া ‘সুনামি’র।

হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির কারণ কী?

হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পরে বিরোধীদের কঙ্কালসার চেহারাটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু কারণটা আসলে কি ? কংগ্রেসের অতিরিক্ত আত্মবিশ্বাসী কি তাদের ভরাডুবির আসল কারণ না কি এর পিছনে রয়েছে অন্য কোনো অভিসন্ধি? বিজেপি অনায়াসে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রত্যেকটি রাজ্যেই তা আন্দাজ করেছিল। কারণ হিসাবে পদ্মফুল শিবির মনে করছে, ডবল-ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকারের স্কিমগুলির সঠিক বাস্তবায়ন এবং যে স্কিমগুলি তৈরি হয়েছিল তাও মানুষের হৃদয় স্পর্শ করেছিল। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘পরজীবী’ হয়ে থাকার মানসিকতা ডোবাল কংগ্রেসকে। আর কংগ্রেসের এই ভরাডুবির ইঙ্গিত পেতেই আগামী ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোট এর বৈঠক ডাকা হয়েছে। লক্ষ্য লোকসভা নির্বাচন থাকলেও, তিন রাজ্যের হারের ঘা কী অতি সহজেই সেরে উঠবে? এই বৈঠক যেন অনেকটাই ‘ক্ষেতে ফসল শুকিয়ে যাওয়ার পর আর বৃষ্টি হওয়ার মতন’। করার কিছুই নেই, শুধুমাত্র ভুল শুধরে আগামী দিনে সফল পাওয়ার একটু গুরু মন্ত্র দেওয়া যেতে পারে এই আর কী।

তেইশের পাঁচ রাজ্যের ভোট ছিল লিটমাস টেস্টের মতো। লিটমাস টেস্ট হল, এই টেস্ট ব্যবহার করে কোন দ্রবণ অ্যাসিড বা ক্ষারীয় কিনা তা খুঁজে বের করা হয়। আর রাজনীতির এই টেস্ট পরীক্ষায় অসফল কংগ্রেস। ফাইনাল অর্থাৎ লোকসভা নির্বাচনে কতটা আশানরুপ ফল করতে পারে কংগ্রেস সেটাই এখন দেখার বিষয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here