Home ব্লগবাজি কাদম্বরী ~ বৈশাখী চ্যাটার্জী

কাদম্বরী ~ বৈশাখী চ্যাটার্জী

কাদম্বরী     ~    বৈশাখী চ্যাটার্জী
কাদম্বরী
*********


আমি কাদম্বরী তোমার নতুন বৌঠান ,
স্বামীর ঘরে লেশ মাত্র....
শূণ্য বিছানায় -শূন্য শয্যায়
কতকাল নীরবে থেকেছি বসে ,
কত নিপীড়িত আমি -
শুধু ছিলাম তোমার কাব্যাকাশে
বড্ড বেশি দামি ।

সেই তেতলার নির্জন দুপুর.
জনহীন ছিল একেবারে...,
দুজনেতে বসে মুখোমুখি !
আমি তো বলিনি কোনদিন...
তুমি ছিলে একমাত্র...
প্রেম ছিল অবয়ব হীন ।

তোমার কবিতার খাতা...
আমি এঁকেছি হিজিবিজি কত কথা ,
তোমার বুকেতে মাথা রাখি রবি !
দায়নেই কোন লেশ মাত্র ,
শূণ্য আঁধারে একা চলা আমি ছবি ।

তুমি তো বলনি কোনদিন....
আমি ছাড়া তোমার ধ্রুবতারা
একা অর্থহীন ,
তুমি তো বলনি কোনদিন....
অর্থপূর্ণ আমার আঁধারে !
আমি ছাড়া -তুমি পরিপূর্ণ দীন ।

আমি কাদম্বরী--
আমার বেঁচে থাকা একা মরণের বেশি
শুধু তুমি ছিলে বলে
বড় বিস্বয় ছিল মনে....
পাখির ডাকের আগে ঘুম থেকে
তুলেছ আমায় ,
সুরছেঁড়া রাতে সুর ভোরে দিয়েছিলে তায়।

আজ চিরনিদ্রায় আমি.....
অবারিত দ্বারে ডেকোনা আমাকে আর !
এই বুঝি ভাল হল বেশ
তোমাদের সকলেরই তো আছে
নিজের সুখের দেশ !
আমি তবে যাই...
এ আঁধারে বসে আর কতকাল
অকারণ অশ্রু বিলাই ।

শুধু বলে যাই রবি....
এঁকো একখানা ছবি !
একটা মন ছিল তার ,
রক্ত ,মাংস -শরীর ছিল অপার....
আজ  মরে গিয়ে জানিয়ে দিতে হল ,
কাদম্বরী তো মরেনি...!
সে বেঁচে ছিল ।।

            বৈশাখী চ্যাটার্জীঃ ২৫ শে বৈশাখ, ১৪২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here