Home ব্লগবাজি পঁচিশে বৈশাখ ~ সুদেষ্ণা চক্রবর্তী

পঁচিশে বৈশাখ ~ সুদেষ্ণা চক্রবর্তী

পঁচিশে  বৈশাখ     ~  সুদেষ্ণা  চক্রবর্তী
পঁচিশে  বৈশাখ 
*************

আজও  আমরা  ভুলিনি  রবি
         ভুলিনি  তোমায়  কবি ,
আরো  শতেক  বছর  পরে ও
         সাজাব   তোমার   ছবি ।
জন্মদিন   পালনের   ঘটা
         খেয়োখেয়ি  সব  দলে ,
বাম না ডান  হাত  কে
          মালা  পরাবে   তোমার   গলে ?
তোমারি   নামে  ভরেছে  কানন
         কৃষিজমি  করে  বেহাত
তোমার   গীতি  সিগন্যাল মোরে
           বাজিয়েছি   দিন রাত ।
তোমার   সংস্কৃতির   দধিমন্থন
          তুমি  আজ   আইকন।
তোমার   সৃষ্টির  নাগাল  পাইনা
          তবু  তুমি  কোটেশন ।
বিজ্ঞাপনের    পাতায়  পাতায়
          তোমার ই   জয়গান ।
তোমায়  আমরা  ঠাকুর  মেনেছি
          এতো   ভক্তের  ই  দান ।
দাঁত   চেপে   গায়   শিল্পী তোমার
         উদার  প্রাণের  গান
রবীন্দ্র গীতে   সুর  সংযোজন
         নতুন   ভাবের    তান ।
তুমি  আজ  “Rock“ এ, তুমি  আজ "Rap" এ
         লাল পাড়  সাদাশাড়ী
সিরিয়াল  আর   সিনেমায়
        তোমার    গানের   ছড়াছড়ি ।
তোমার   জীবনে  কত   নারী  ছিল
        তার   সব   জানা  বড়   জরুরী  ।
তুমি  কি  মানুষ  না  মহাপুরুষ  ?
        কোন   রূপে  পূজে   পূজারী ?
তোমার   নোবেল  হারানোর   শোকে
          এখনো   আমরা   কাতর
তোমার   স্বপ্ন  বোতোলে   লুটায়
        উপাসনা  ঘরের   ভিতর ।
তোমার  নারী  মহীয়সী —
       তাই   ধর্ষিতা  বারে  বারে ?
কি  উপাধি  ত্যাগ   করতে  গুরুদেব
      এই  সভ্যতার    অপমানে ?
তোমায়  ভক্তি  শ্রদ্ধার   বানে
        ভেসে  যায়   তব  গরব
তোমায়  আমরা  এতো  ভালবাসি
        যে  তোমার   মৃত্যু ও পরব  । ।

২০  বছর   পর  বাংলায়  ফিরে   এসে গত  ৫  বছরে  রবীন্দ্র ভক্তি র  মহীমায়
বিমুগ্ধ  এই ইতরজনের   মনের  কথা  তার  চিরসখা ,  প্রাণের  মানুষের  উদ্দেশ্যে
।
                  সুদেষ্ণা  চক্রবর্তী :২৫ শে বৈশাখ, ১৪২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here