Home ব্লগবাজি কিছু নাই ~ সুচেতনা সেন

কিছু নাই ~ সুচেতনা সেন

কিছু নাই   ~   সুচেতনা সেন

কিছু নাই ~
**********************

দামি কিছু নাই
জলে ডোবাই বিস্কুট তারপর চায়ে
খুচরো বিলাসিতা জীবনকে ছিড়ে খায়
কখনো আমগুর আম ছেঁচকি – ছেলেবেলার সেই
দিনগুলো মনে হয় ভালো ছিল ;
এখন মশারি- মশা -মাথার উপর দৈনন্দিন সিলিং ফ্যান ;
কেউ কেউ লেখে –
শব্দে পেয়েছে একটুখানি স্বস্তি ;
আমার ভাঙা পেন ভাঙা পৃথিবী
কুমির ডাঙায় তুই কুমির আর আমি ডাঙা
এক ছুটে চলে যাব তোর থেকে একশো ক্রোশ দূরে –
ধুত তেরি ,কিছু ফেলে আসার আছিলায় মন ছুটে আসে আবার তোর কাছে – তোকেই দেখতে চায়
একঝলক ;
আমার পৃথিবী নিকড়ে তোর হাতে তুলে দিই ক্যাকটাস ফুল –
কাঁটা বিঁধতে পারে ভেবে দিই তা সমুদ্রে জলে ফেলে –
ধুত , ঘুরে ফিরে আসে সেই আমারই কাছে ;
এখন থার্মোমিটারে পারদের সাথে লড়াই -কি করে কমাই তাপমাত্রা
রাতজাগা রাত আমার – এক আশিস হাত ;
প্রার্থনা সদাই ;
একটা বুদ্ধ চাই জীবনে –
প্রেম বড়ো পরিহাস ; আর চাই না
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে –
আমার নষ্ট পৃথিবীর নষ্ট কথা
বড়ো নির্জন করে ছোঁয় আমায় ;
আরো এক বিলাস বহুল জীবন -আড়ম্বরহীন ;
অক্ষমতার খোঁচা -মন লাগে না কোনো কাজে ;
চাইলে কিছু করে দেখাতে পারি
তবু চাই না কিছু – এরপর ভবঘুরে মন
ছিঁড়ে ফেলে সব বাঁধন –
সেবা জীবনের ব্রত হোক স্বার্থশূন্য
ওইখানে দু দন্ড শান্তি -ওই খানে বনলতা সেন
নিবির বটের ছায়া যেন ;
পৃথিবীর পথে হেঁটে আয়োজন উৎসাহ উল্লাসে মেতে থেকে
দেখেছি -নানারঙের বেলুন সব
শিশুর মুখের মতো হাসি -এইখানে
জীবন ভালোবাসি ; এইখানে ঝরনা প্রাণ সবুজ বনানী ;
আমিও নিরুদ্দেশ যাত্রী আরব বেদুইন
কখন কলম্বাস নতুন দেশে দিই পাড়ি –
একদিন নৌকা বেয়ে ফিরে আসি ঘরে
সমুদ্র পাড়ের কাহিনী হয়ে –
এক আকাশ কাহিনী -ক্ষুধা – অমাবস্যা –
প্রেম- অভিমান- প্রতিশোধ- প্রতীক্ষা –
আকাশের তারা হয়ে যখন ঝরে ঘরে ঘরে ।

সুচেতনা সেন:07/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here