Home আপডেট কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসাথীর দুর্নীতি সামনে আনছে, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসাথীর দুর্নীতি সামনে আনছে, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসাথীর দুর্নীতি সামনে আনছে, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

[ad_1]

স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া থেকে শুরু করে বেসরকারি হাসপাতালে রেফার করে দিয়ে কমিশন নেওয়া—সবই তথ্য পেয়েছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে সরকারি প্রকল্পের সমস্ত দুর্নীতি ঠেকাতে এবার কঠোর হচ্ছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের অনিয়ম ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই–এর (‌আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স)‌ সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। কাজেও আসছে সেটি। নতুন প্রজন্মের পাঠ্যবইতে এখন যুক্ত করা হচ্ছে এআই প্রযুক্তি। তাই এবার স্বচ্ছতা নিয়ে আসতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব বাড়াচ্ছে প্রশাসন।

এদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পেও দুর্নীতি যাতে না হয় তাই এবার এআই প্রযুক্তির সাহায্য নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা নিয়ে যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। হাসপাতালগুলিতে প্যাকেজ সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে এআই–এর মাধ্যমে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে আর বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে না। তা সরকারি হাসপাতালেই করতে হবে। সরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসা করার পরিকাঠামো না থাকলে তখনই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। কিন্তু পথ দুর্ঘটনায় হাড় ক্ষতিগ্রস্ত হলে তাঁদের চিকিৎসায় এই নিয়ম কার্যকর নয়।

অন্যদিকে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রোগীর হাসপাতালে ভর্তি না থাকা অবস্থায় তাঁর কার্ড ব্লক করে রাখা হচ্ছে কিনা, প্যাকেজের থেকে অতিরিক্ত কোনও অর্থ নেওয়া হচ্ছে কিনা–সহ নানা অনিয়ম ঠেকাতে এআই প্রযুক্তি অত্যন্ত কার্যকরী। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে যাতে কোনও দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করতেই একপ্রকার মরিয়া হয়ে উঠেছে রাজ্য। তাই সাহায্য নেওয়া হচ্ছে এআই প্রযুক্তির। আর তার ফলে ধরা পড়ে যাবে যারা দুর্নীতি করছে। তবে এই প্রযুক্তি নিয়ে আসায় অনেকে অখুশি। তারা নিজে মুখে কিছু না বললেও ঠারেঠোরে তা বুঝিয়ে দিচ্ছে। সেখান থেকেও একটা আঁচ পাচ্ছে স্বাস্থ্য দফতর বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ পাচ্ছেন সুকান্ত–দিলীপ, বাদ পড়ছেন শুভেন্দু

এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই প্রকল্পের অনিয়ম ঠেকাতে সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। তা বেশ কার্যকরীও হচ্ছে। এআই খুব সহজেই জানিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে কোন সময়ে কতগুলি অস্ত্রোপচার চলছে। রাজ্যের কোনও সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখাতে এলেও তার অপারেশন হচ্ছিল দূরের কোনও নার্সিংহোমে। এই ধরনের ঘটনা সামনে এসেছে বলে খবর। অসাধু চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরাই দুর্নীতির সঙ্গে জড়িত। আর এই দুর্নীতির সরাসরি প্রমাণ মিললেই দেওয়া হবে কড়া শাস্তি। এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here